Tokyo Olympics 2020 Live: ফোন করে মহিলা হকি দলের কোচ ও অধিনায়কের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর
মঙ্গলবারই হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে পুরুষদের হকিতে সোনা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ এখনও রয়েছে মনপ্রীতদের। ঝুলিতে ভারতের এখনও পর্যন্ত রয়েছে ২ টো পদক।
টোকিও অলিম্পিক্সের বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বড়গোহাঁইকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানালেন। বললেন, এটা নারীশক্তির জয়।
ভারত-আর্জেন্তিনা ম্যাচ শেষ হওয়ার পর টোকিওয় ভারতীয় শিবিরে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। অধিনায়ক রানি ও কোচ সুর্ডকে তিনি জানান যে, দলের পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত। তিনি এ-ও বলেন যে, মহিলা হকি দলে এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাঁরা ভীষণ পরিশ্রম করেছেন। হারের পর ভেঙে না পড়ে সামনের দিকে তাকানো উচিত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এ-ও বলেন যে, হার জিত তো জীবনের অঙ্গ। তাই হতাশ হওয়ার কোনও কারণ নেই।
মহিলা হকি দলের কোচ সুর্ড মারিন ও অধিনায়ক রানি রামপালের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন কিনিয়ার এমানুয়েল করির।
অলিম্পিক্সে পদক তালিকায় ৬৩ নম্বরে রয়েছে ভারত। কিনিয়া, মঙ্গোলিয়া ও পর্তুগালের সঙ্গে যুগ্মভাবে।
সেমিফাইনালে হারলেও ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। কারণ, এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলবেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়েরা। সেই ম্যাচে রানি-গুরজিৎদের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। বুধবার সকালে প্রথম সেমিফাইনালে যারা নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে পর্যুদস্ত হয়েছে।
লড়াই করেও আর্জেন্তিনার কাছে মহিলা হকির সেমিফাইনালে ২-১ গোলে হেরে গেলেন ভারতের মহিলারা। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ পাবেন রানি রামপালরা।
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে গেল আর্জেন্তিনা।
দ্বিতীয় কোয়ার্টারের শেষে ভারত-আর্জেন্তিনা ম্যাচ ১-১।
পদক জয়ের সুযোগ ভারতীয় মহিলা কুস্তিগীর আনশু মালিকের। যাঁর কাছে তিনি বুধবার হেরে গিয়েছিলেন, বেলারুশের ইলিনা কুরাচকিনা ফাইনালে পৌঁছনোর রেপেশাঁয় খেলার সুযোগ পাবেন আনশু।
পেনাল্টি কর্নার থেকে গোল পরিশোধ করে দিলেন আর্জেন্তিনার অধিনায়ক। ম্যাচের ফল ১-১। দ্বিতীয় কোয়ার্টার চলছে।
মহিলাদের হকি সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারের শেষে এক গোলে এগিয়ে ভারত।
মহিলাদের হকি সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করে ভারতকে এগিয়ে দিলেন গুরজিৎ কৌর।
কুস্তির সেমিফাইনালে হেরে গেলেন দীপক পুনিয়া। তবে এখনও রয়েছে পদক সম্ভাবনা। যে প্রতিপক্ষের কাছে তিনি হারলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কুস্তিগীর ফাইনালে উঠলে রেপেশাঁ রাউন্ড খেলে ব্রোঞ্জ জেতার সুযোগ পাবেন তিনি।
কাজাখাস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কুস্তির ফাইনালে রবি দাহিয়া। আরও একটি পদক নিশ্চিত ভারতের।
৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে কুস্তিতে সেমিফাইনালের লড়াইয়ে নামছেন রবি কুমার ধাইয়া।
গল্ফে প্রথম রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অদিতি অশোক। ভাল শুরু হল না দীক্ষা দাগরের।
অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার নেমেই টোকিওয় ব্রোঞ্জ জয় লভলিনার।
বক্সিংয়ের সেমিফাইনালে তুর্কির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হার। টোকিওতে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বোর্গেহাইকে।
টোকিও অলিম্পিক্সের বক্সিংয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামলেন লভলিনা।
কুস্তিতে বেলারুসিয়ান প্রতিদ্বন্দ্বী যদি সেমিতে জয় পান, তবে ফের ব্রোঞ্জের লড়াইয়ের জন্য রিঙয়ে নামার সুযোগ পাবেন আনশু মালিক।
মহিলাদের কুস্তিতে ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হার আনশু মালিকের।
কুস্তিতে সেমিফাইনালে রবি কুমার ধাইয়া নামবেন কাজাখাস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। খেলা শুরু দুপুর ২.৪৫ এ।
অলিম্পিক্সের ৮৬ কেজি বিভাগে কুস্তির সেমিতে ভারতের দীপক পুনিয়া। ৬-৩ এ জিতলেন দীপক।
৫৭ কেজি বিভাগে কুস্তিতে সেমিফাইনালে ভারতের রবি কুমার। রবি জিতলেন ১৪-৪ এ।
৫৭ কেজি বিভাগে কুস্তির কোয়ার্টার ফাইনালে লিড করছেন রবি কুমার।
কুস্তিতে ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেন দীপক পুনিয়া।
রেসলিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের রবি কুমার ধাইয়া।
জ্যাভলিন থ্রােয়ে ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের শিভপাল সিংহ। যোগ্যতা অর্জন পর্বেই আটকে গেলেন তিনি।
গলফে মহিলাদের স্ট্রোক প্লে প্রথম রাউন্ডে নামছেন ভারতের দীক্ষা দাগর।
প্রথম পদক্ষেপেই ৮৬.৬৫ মিটার দূরত্ব অতিক্রম করে জ্যাভলিনের ফাইনালে নীরজ।
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে নীরজ চোপড়া।
প্রেক্ষাপট
টোকিও : মনপ্রীতরা পারেননি, রানিরা কি পারবেন ? উত্তর মিলবে বুধবার। অলিম্পিক্সের সোনার দৌড়ে ভারতীয় মহিলা হকি দল সামিল হতে পারবে কি না, সেই প্রশ্নের সঙ্গেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে বক্সিং, জ্যাভলিন ও কুস্তিতেও। ইতিমধ্যে পদক নিশ্চিত করে ফেলা লভলিনা নামছেন পদকের রংয়ের ঔজ্জ্বল্য বাড়াতে। এদিকে, ভারতের অপর পদক প্রত্যাশা যাকে ঘিরে সেই নীরজ চোপড়া আগামীকাল নামছেন জ্যাভলিনে। সঙ্গে কুস্তিতে নামছেন ভারতের একঝাঁক পদক প্রত্যাশী।
বুধবার দুপুর সাড়ে ৩ টেয় আর্জেন্টিনার বিরুদ্ধে মহিলাদের হকির সেমিফাইনালে নামছে ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রবল প্রত্যাশা জাগিয়ে সেমিফাইনালে ওটা সোয়ের্ড মারিনের দল এই ম্যাচে জিততে পারলেই নিজেদের পক্ষে ইতিহাসের পাল্লা আরো একটু ভারী করে নিতে পারবে। পুরুষদের হকিতে সেমিফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। যদিও এখনও রয়েছে ব্রোঞ্জজয়ের আশা। যদিও রানি রামপালদের সামনে অবশ্য মেসির দেশের মেয়েদের হারালেই সোনাজয়ের দোরগোড়ায় পৌঁছনোর সোনালি সুযোগ।
সকাল ১১ টায় সোনালি ছোঁয়া পাওয়ার লড়াই লভলিনার। উত্তর-পূর্বের এই বক্সার বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে নামছেন মহিলাদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে (৬৯ কেজি)। যে ম্যাচে জিতলেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থে শ্রেষ্ঠত্ব প্রাপ্তির পথ পাকা করবেন লভলিনা। ভারতীয় সময় বুধবার সাতসকালেই নামছেন নীরজ চোপড়া। যে জ্যাভলিন থ্রোয়ারকে ঘিরে আশায় বুক বেঁধেছে ক্রীড়ামহল। ভোর ৫ টা ৩৫ মিনিটে পুরুষদের জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামছেন নীরজ। সকাল ৭টা নাগাদ জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামবেন শিবপাল সিংহ। ৭টা ৪০ নাগাদ নামবেন ভারতীয় গলফার দীক্ষা দাগর।
এদিকে, বুধবার থেকেই নামছেন একঝাঁক ভারতীয় কুস্তিগীর। যে ইভেন্ট থেকেও পদকপ্রত্যাশায় ভারতীয় সমর্থকরা। সব ম্যাচের নির্দিষ্ট সময় এখন চূড়ান্ত হয়নি যেখানে। তবে বুধবার রবি কুমার, অংশু মালিক ও দীপক পুনিয়া, এই তিন ভারতীয় কুস্তিগীর নামছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -