Tokyo Olympics 2020 Live: ফোন করে মহিলা হকি দলের কোচ ও অধিনায়কের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

মঙ্গলবারই হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে পুরুষদের হকিতে সোনা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ এখনও রয়েছে মনপ্রীতদের। ঝুলিতে ভারতের এখনও পর্যন্ত রয়েছে ২ টো পদক।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Aug 2021 06:55 PM

প্রেক্ষাপট

টোকিও : মনপ্রীতরা পারেননি, রানিরা কি পারবেন ? উত্তর মিলবে বুধবার। অলিম্পিক্সের সোনার দৌড়ে ভারতীয় মহিলা হকি দল সামিল হতে পারবে কি না, সেই প্রশ্নের সঙ্গেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে...More

Tokyo Olympics 2020 Live: লভলিনাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

টোকিও অলিম্পিক্সের বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বড়গোহাঁইকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানালেন। বললেন, এটা নারীশক্তির জয়।