Tokyo Olympics 2020 Live: বক্সিংয়ে হেরে গেলেন মেরি, সাঁতারের সেমিফাইনালে উঠতে ব্যর্থ সজন
মীরাবাঈ চানুর পর আর কেউ পদক জিততে পারেননি ভারতের হয়ে। টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে শুধুমাত্র রয়েছে ১টি রুপোর পদক। তবে আশা রয়েছে আরও কয়েকটি পদক আসার।
চলতি অলিম্পিক্সে পদক তালিকায় বুধবারের তুলনায় আরও তিন ধাপ নেমে গেল ভারত। একটিমাত্র রুপো-সহ ভারত এখন ৪৬ নম্বরে রয়েছে।
টেবিল টেনিসে মহিলা সিঙ্গলসে সোনা জিতলেন চিনের চেন মেং।
টেনিসে মহিলা সিঙ্গলসের ফাইনালে বেলিন্দা বেনসিচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোইসোভা।
১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সজন প্রকাশ।
কেই নিশিকোরিকে ৬-২, ৬-০ স্ট্রেট সেটে হারিয়ে অলিম্পিক্স টেনিসে পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ।
সাঁতারে পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে ৫৩.৪৫ সেকেন্ড সময় করলেন ভারতের সজন প্রকাশ। শেষ করলেন দুই নম্বরে।
কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে মহিলা বক্সিংয় থেকে ছিটকে গেলেন মেরি কম।
দুরন্ত প্রত্যাবর্তন, প্রথম রাউন্ডে হারের পর দ্বিতীয় রাউন্ড জিতে ঘুরে দাঁড়ালেন মেরি।
প্রথম রাউন্ডে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে ১-৪ ব্যবধানে হেরে গেলেন মেরি কম।
মহিলাদের ফ্লাইওয়েট বিভাগের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার লোরেনা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে চলেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি। একটু পরেই শুরু মেরির ম্যাচ।
টোকিও অলিম্পিক্সে গলফে পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে-র প্রথম রাউন্ডে দুর্দান্ত শুরু অনির্বান লাহিড়ীর।
শেষ মুহূর্তে অলিম্পিক্সে খেলতে নামবেন ভারতীয় বক্সার দীক্ষা দাগর। ৫ অগাস্ট থেকে শুরু হবে ম্যাচ।
শ্যুটিংয়ে ২৫ মিটার পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে মনু ভাকের। আগামীকাল র্যাপিড কোয়ালিফিকেশন রয়েছে।
টোকিও অলিম্পিক্সে পুরুষদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে সতীশ কুমার। জামাইকান প্রতিদ্বন্দ্বীকে হারালেন ৪-১ ব্যবধানে।
টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রি-কোয়ার্টারে পৌঁছলেন অতনু দাস। দক্ষিণ কোরিয়ার ২ বারের সোনাজয়ীকে হারালেন তিনি।
তিরন্দাজিতে ২ বারের সোনাজয়ীকে হারিয়ে দুরন্ত জয় অতনু দাসের।
পুরুষদের রাউন্ড অফ ৩২-র যোগ্যতা অর্জন পর্বে চাইনিজ তাইপেইয়ের ইউ চেং ডেংয়ের বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জয় অতনু দাসের। কিছুক্ষণের মধ্যেই রাউন্ড ১৬-র যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবেন তিনি।
হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে ৩-১ গোলে জয় ভারতের। ভারতের হয়ে গোলগুলো করলেন বরুণ কুমার, বিবেক সাগর প্রসাদ ও হরমনপ্রীত সিং।
টোকিও অলিম্পিক্সে হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে ভারত।
চতুর্থ কোয়ার্টারে হকিতে ফের গোল ভারতের। আর্জেন্তিনার বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে মনপ্রীতরা।
টোকিও অলিম্পিক্সে গোল শোধ আর্জেন্তিনার। ভারত- আর্জেন্তিনা ম্যাচের ফল এখন ১-১।
হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে চতুর্থ কোয়ার্টারে এগিয়ে গেল ভারত। ১-০ গোলে এগিয়ে মনপ্রীতরা।
টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জয় পেলেন।
অলিম্পিক্সে প্রথম সেটে জয় পেলেন পিভি সিন্ধু। ডেনমার্কের মিয়া ব্লিচফেডেল্টের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ২১-১৫ ব্যবধানে জয় পেলেন ভারতীয় শাটলার।
প্রেক্ষাপট
টোকিও: রুপোলি ঝলকে অভিযান শুরু হলেও তারপর থেকে এখনও পদকতালিকার বহর বাড়েনি। অলিম্পিক্সের পদকতালিকায় ক্রমশ ক্রমতালিকায় নিচের দিকে নামছে ভারত। বুধবার পিভি সিন্ধু, দীপিকা কুমারীদের হাত ধরে সেই সেই গতিপথ পাল্টানোর ইঙ্গিত মিলেছে। যে আবহেই আগামীকাল ফের নতুন আশায় বুক বাঁধছেন ভারতীয়রা। বৃহস্পতিতে বক্সিংয়ে মেরি কম, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু থেকে তিরন্দাজিতে অতনু দাস, গলফে অনির্বাণ লাহিড়ী নামছেন ভারতের প্রতিনিধিত্ব করতে। সাতসকালেই নামছে ভারতীয় হকি দলও। অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত কাটিয়ে উঠে স্পেনকে হারানোর পর এবার মনপ্রীত, শ্রীজেশদের কঠিন বাধা আর্জেন্টিনার বিরুদ্ধে।
আগামীকাল ভোর ৫ টা ২০ মিনিটে রোয়িংয়ের ফাইনালে নামছেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংহের জুটি। ভোর ৬ টা থেকে আর্জেন্টিনার সঙ্গে ভারতীয় পুরুষ হকি দলের পুল-এ-র ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী সাতসকালেই নামছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ডেনমার্কের মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে খেলতে নামবেন রিও অলিম্পিকে রুপোজয়ী শাটলার। বুধবারই হংকংয়ের নাং ই-কে ২১-৯, ২১-১৬ ফলে স্ট্রেট সেটে হারিয়ে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সিন্ধু।
অলিম্পিক্সে ভারতের পদকজয়ের অন্যতম ভরসা মেরি কম আগামীকাল বিকেলের দিকে নামছেন। মহিলাদের ফ্লাইওয়েট বিভাগের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার লোরেনা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে চলেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি। বিকেলে ওমেন্স অল রাউন্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকে নামছেন বাংলার মেয়ে প্রণতি নায়েকও। বিকেল ৪ টে ২০ থেকে। এদিকে, আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন বাংলার তিরন্দাজ অতনু দাসের কাছে। পুরুষদের রাউন্ড অফ ৩২-র যোগ্যতাঅর্জন পর্বে চাইনিজ তাইপেইয়ের ইউ চেং ডেংয়ের বিরুদ্ধে নামবেন অতনু। যে ম্যাচে তিনি জিতলে তার কিছুক্ষণের মধ্যেই খেলতে নামতে হবে রাউন্ড অফ ১৬-র যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে। বাঙালি গলফার অনির্বাণ লাহিড়ী সকালে ৯ টা নাগাদ নামছেন পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে-র প্রথম রাউন্ডে।
এছাড়া পুরুষদের সাঁতারে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের দ্বিতীয় হিটে নামবেন সজন প্রকাশ। বিকেল ৪ টে ১৫ নাগাদ। সজনই প্রথম সাঁতারু যিনি সরাসরি এ-পর্যায়ে কোয়ালিফাই করে টোকিও-র ছাড়পত্র জোগাড় করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -