Tokyo Olympics 2020 Live: মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পূজা রানি
মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৯ নম্বরে ভারত।
জিমন্যাস্টিক্সে পুরুষদের অল অ্যারাউন্ড বিভাগে সোনা জিতলেন জাপানের হাসিমোতো।
বাস্কেটবলে নতুন ইতিহাস চিনের। প্রথমবার পদক পেল চিন। ব্রোঞ্জ জিতেছে চিন।
অলিম্পিক্সে অভিযান শেষ হয়ে গেল সাই বি প্রণীতের। ১৩ নম্বর বাছাই প্রণীত ১৪-২১, ১৪-২১ স্ট্রেট গেমে হেরে গেলেন নেদারল্য়ান্ডসের মার্ক কালঝাউয়ের কাছে।
মহিলা তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন দীপিকা কুমারী।
টেনিসে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের সামনে কেই নিশিকোরি। বুধবার স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে ৬-৩, ৬-১ স্ট্রেট সেটে হারিয়ে দিলেন জোকার।
মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের পূজা রানি।
তিরন্দাজির শেষ ষোলোয় হার প্রবীণ যাদবের, রাউন্ড ৩২-এ জয় পেলেন দীপিকা কুমারি।
তিরন্দাজিতে বিশ্বের ১ নম্বর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নামবেন ভারতের প্রবীণ যাদব। খেলা শুরু একটু পরেই।
তিরন্দাজিতে রাউন্ড ৩২-এর ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন প্রবীণ যাদব। বিশ্বের ২ নম্বর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচে জয় পান প্রবীণ।
মানসিক স্বাস্থ্যের কথা ভেবে টোকিও অলিম্পিক্সের টিম ইভেন্ট থেকে সরে দাঁড়ালেন আমেরিকান জিমন্যাস্ট সিমোনে বাইলস।
মাত্র ১টি ব্রোঞ্জই এখনও পর্যন্ত ঝুলিতে। টোকিও অলিম্পিক্সের পদক তালিকায় ৪১ নম্বরে নেমে গেল ভারত।
হংকংয়ের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে নক আউটে পিভি সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৬।
তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ ৩২-এ ইউক্রেনের ওলেকস্লি হানবিনের বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জয় ভারতের তরুণদীপ রাইয়ের।
মহিলাদের হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে হার ভারতের।
হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু পি ভি সিন্ধুর। প্রথম গেমে ১১-৫ ব্যবধানে এগিয়ে ভারতীয় শাটলার।
হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তৃতীয় কোয়ার্টার শেষে ৩-১ গোলে পিছিয়ে ভারতী মহিলা হকি দল।
অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হকিতে তৃতীয় কোয়ার্টারেও ২-১ গোলে পিছিয়ে ভারতীয় মহিলা দল।
২ গোলে পিছিয়ে থাকার পর ১ গোল শোধ ভারতীয় মহিলা হকি দলের। দ্বিতীয় কোয়ার্টারে ২-১ গোলে পিছিয়ে এই মুহূর্তে ভারত।
হকিতে ভারতীয় মহিলা দলের ম্য়াচ চলছে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। এই মুহূর্তে ২-১ গোলে এগিয়ে রয়েছে গ্রেট ব্রিটেন।
প্রেক্ষাপট
টোকিও: বুধবার টোকিও অলিম্পিক্সে মহিলাদের হকি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অভিযান। সকাল সাড়ে ছটা থেকে শুরু হবে ভারতীয় মহিলা দলের সঙ্গে গ্রেট ব্রিটেনের ম্যাচ।
তবে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আরও বেশি করে টেলিভিশনের পর্দায় নজর রাখবেন সকাল সাড়ে সাতটায়। কারণ, ব্যাডমিন্টনে নামছেন পদক জয়ের অন্যতম দাবিদার পি ভি সিন্ধু। মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ হংকংয়ের নান ই চেয়ুং। প্রথম ম্যাচ মাত্র ২৯ মিনিটে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফেভারিট হিসাবেই নামবেন ভারতীয় শাটলার। দুপুর আড়াইটেয় পুরুষ সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের ভি মার্ক কালঝাওয়ের বিরুদ্ধে নামছেন বি সাই প্রণীথ।
পরীক্ষা রয়েছে তিরন্দাজিরও। সকাল সাড়ে সাতটায় পুরুষদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ ৩২-এ ইউক্রেনের ওলেকস্লি হানবিনের সঙ্গে লড়াই ভারতের তরুণদীপ রাইয়ের। সেই ম্যাচে জিতলে সকাল ৮টা বেজে ১০ মিনিটে রাউন্ড অফ ১৬-তে নামবেন তরুণদীপ। বেলা ১২.৩১-এ পুরুষদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ ৩২-এ গালসান বাজ়ারঝাপোভের বিরুদ্ধে নামছেন ভারতের প্রবীণ যাদব। সেই ম্যাচে জিতলে দুপুর ১টা বেজে ২২ মিনিটে রাউন্ড অফ ১৬-তে নামবেন প্রবীণ।
মহিলা তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে নামবেন দীপিকা কুমারী। মহিলাদের ব্যক্তিগত বিভাগে রাউন্ড অফ ৩২-এ ভুটানের বি কর্মার বিরুদ্ধে দীপিকার ম্যাচ দুপুর ২টো বেজে ১৪ মিনিটে। সেই ম্যাচে জিতলে দুপুর ২টো বেজে ৫৩ মিনিটে রাউন্ড অফ ১৬-তে নামবেন দীপিকা।
বক্সিংয়ে মহিলাদের মিডলওয়েট বিভাগের রাউন্ড অফ ১৬-তে নামছেন ভারতের পূজা রানি। তাঁর প্রতিপক্ষ ইচরাক চাইবে।
মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৯ নম্বরে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -