Tokyo Olympics 2020 Live: টোকিও থেকে দেশে ফিরলেন পদকজয়ী সিন্ধু

টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত ২ টো পদক পেয়েছে ভারত। ভারোত্তােলনে মীরাবাঈ চানু রুপো জিতেছেন। আর ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Aug 2021 05:58 PM

প্রেক্ষাপট

টোকিও: অলিম্পিক্সে পদকের দৌড়ে ভারতের পুরুষ হকি দল।  মঙ্গলবার  সাত সকালে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ভারতের হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে লজ্জার হার ছাড়া টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স...More

Tokyo Olympics 2020 Live: কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত-আর্জেন্তিনা লড়াই

কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়।