Tokyo Olympics 2020 Live: টোকিও থেকে দেশে ফিরলেন পদকজয়ী সিন্ধু

টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত ২ টো পদক পেয়েছে ভারত। ভারোত্তােলনে মীরাবাঈ চানু রুপো জিতেছেন। আর ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Aug 2021 05:58 PM
Tokyo Olympics 2020 Live: কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত-আর্জেন্তিনা লড়াই

কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়।

Tokyo Olympics 2020 Live: দুয়ারেভের সোনা

পুরুষদের ভারোত্তোলনে ১০৯ কেজি বিভাগে সোনা জিতলেন উজবেকিস্তানের আকবর দুয়ারেভ।

Tokyo Olympics 2020 Live: দেশে ফিরলেন সিন্ধু

টোকিও থেকে দেশে ফিরলেন পদকজয়ী পি ভি সিন্ধু। নয়াদিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হল তাঁকে।

Tokyo Olympics 2020 Live: প্রত্যাশাপূরণে ব্যর্থ তজিন্দরপাল

শট পাটের ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের তজিন্দরপাল সিংহ তুর। প্রত্যাশাপূরণ করতে পারলেন না তিনি।

Tokyo Olympics 2020 Live: ১২ নম্বরে নেমে গেলেন তজিন্দরপাল

শট পাটে ১২ নম্বরে নেমে গেলেন ভারতের তজিন্দরপাল সিংহ তুর।

Tokyo Olympics 2020 Live: জোড়া ফাউল তজিন্দরের

পরপর দুটি ফাউল থ্রো করলেন তজিন্দরপাল সিংহ।

Tokyo Olympics 2020 Live: শট পাটে ষষ্ঠ স্থানে ভারতের তজিন্দরপাল সিংহ তুর

শট পাটে প্রথম প্রচেষ্টায় ভারতের তজিন্দরপাল সিংহ তুর ১৯.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করলেন। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।

Tokyo Olympics 2020 updates: অলিম্পিয়ানদের আমন্ত্রণ লাল কেল্লায়

স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদি অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানালেন লাল কেল্লায়। সেখানে প্রত্যেকের সঙ্গে কথাও বলবেন প্রধামন্ত্রী। 

Tokyo Olympics 2020 Live: মহিলা হকিতে সেমিতে কাল নামছে রানি রামপলরা

টোকিও অলিম্পিক্সে মহিলাদের হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে বুধবার সেমিফাইনালে নামবে ভারতীয় দল। 

Tokyo Olympics 2020 updates: ভলিবলে সেমিফাইনালে ব্রাজিল

অলিম্পিক্সে আয়োজক জাপানকে ২৫-২০, ২৫-২২, ২৫-২০ ব্যবধানে হারিয়ে পুরুষদের ভলিবলের শেষ চারে ব্রাজিল।

Tokyo Olympics 2020 Live: রেসলিংয়ে হার ভারতের সোনম মালিকের

রেসলিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে হার সোনম মালিকের। ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগে কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হার সোনমের।

Tokyo Olympics 2020 updates: হকির সেমিতে হার ভারতের

অলিম্পিক্সে হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ৫-২ গোলে হার ভারতের।

Tokyo Olympics 2020 Live: চতুর্থ কোয়ার্টারে ৪-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম

অলিম্পিক্সের সেমিতে চতুর্থ কোয়ার্টারে ভারতের বিরুদ্ধে ২ গোলের ব্যবধানে এগিয়ে গেল বেলজিয়াম।

Tokyo Olympics 2020 updates: চতুর্থ কোয়ার্টারে এগিয়ে গেল বেলজিয়াম

অলিম্পিক্সের হকিতে সেমিফাইনালে চতুর্থ কোয়ার্টারে ৩-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।

Tokyo Olympics 2020 Live: তৃতীয় কোয়ার্টারেও চলছে টক্কর

হকি সেমিফাইনালে ভারত- বেলজিয়ামের টক্কর চলছেই। খেলার ফল ২-২।

Tokyo Olympics 2020 updates: দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ বেলজিয়ামের

অপ্রতিরোধ্য লড়াই চলছে অলিম্পিক্স হকির সেমিতে। দ্বিতীয় কোয়ার্টারে গোলশোধ বেলজিয়ামের। খেলার ফল ২-২।

Tokyo Olympics 2020 Live: প্রথম কোয়ার্টারের শেষে এগিয়ে ভারত

হকিতে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম কোয়ার্টার শেষে ২-১ গোলে এগিয়ে ভারত।

Tokyo Olympics 2020 updates: ২-১ গোলে এগিয়ে গেল ভারত

গোলশোধের পরের মুহূর্তেই এগিয়ে গেল ভারত। বেলজিয়ামের বিরুদ্ধে দলের দ্বিতীয় গোল করল ভারত।

Tokyo Olympics 2020 Live: হকিতে গোলশোধ ভারতের

প্রথম কোয়ার্টারেই গোলশোধ ভারতের। হরমনপ্রীত সিংহ গোল করলেন। 

Tokyo Olympics 2020 updates: প্রথম কোয়ার্টারেই পিছিয়ে গেল ভারত

অলিম্পিক্স সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে গেল ভারত।

Tokyo Olympics 2020 Live: হকিতে শুরু ভারতের ম্যাচ

হকিতে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ শুরু ভারতের।

Tokyo Olympics 2020 updates: হকিতে নামতে চলেছে ভারত

পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামছে ভারত।

প্রেক্ষাপট

টোকিও: অলিম্পিক্সে পদকের দৌড়ে ভারতের পুরুষ হকি দল।  মঙ্গলবার  সাত সকালে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ভারতের হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে লজ্জার হার ছাড়া টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে মনপ্রীত সিংহর দল। দিলপ্রীত সিংহ, গুরজন্ত সিংহ ও হার্দিক সিংহ আগের ম্যাচে গোল করেছেন। মঙ্গলবার বেলজিয়ামের বিরুদ্ধেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি ভারত। 


এছাড়াও আগামীকাল মহিলাদের জ্যাভেলিন থ্রো কোয়ালিফিকেসন গ্রুপ এ-তে নামছেন ভারতের অন্নু রানি। ভোর ৫.৫০-এ হবে এই ইভেন্টের খেলা। পুরুষদের শট পাট কোয়ালিফিকেশন গ্রুপ এ-তে বিকেল পৌনে চারটেয় নামছেন তেজিন্দরপাল সিংহ টুর। কুস্তিতে মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি  বিভাগে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে সোনম মালিক বনাম বোলোরতুয়া খুরেলখু-র ম্যাচ। যোগ্যতা অর্জন করলে সোনম মালিক খেলবেন মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগের কোয়ার্টারফাইনালে। এরপর যোগ্যতা অর্জন করলে সেমিফাইনালে খেলবেন সোনম মালিক।  সকাল সাড়ে ছয়টায় পুরুষদের টুর্রামেন্টের কোয়ার্টার ফাইনালে ম্যাচ স্লোভিনিয়ার বিরুদ্ধে জার্মানির।ভোর সাড়ে পাঁচ টায় পুরুষদের টুর্নামেন্টে মুখোমুখি কানাডা ও আরওসি। ভোর সাড়ে পাঁচটায় বিচ ভলিবলে মহিলাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। টেবিল টেনিসে পুরুষদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ রয়েছে জাপান ও সুইডেনের মধ্যে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.