Tokyo Olympics 2020 Live: টোকিও থেকে দেশে ফিরলেন পদকজয়ী সিন্ধু
টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত ২ টো পদক পেয়েছে ভারত। ভারোত্তােলনে মীরাবাঈ চানু রুপো জিতেছেন। আর ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছেন।
কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়।
পুরুষদের ভারোত্তোলনে ১০৯ কেজি বিভাগে সোনা জিতলেন উজবেকিস্তানের আকবর দুয়ারেভ।
টোকিও থেকে দেশে ফিরলেন পদকজয়ী পি ভি সিন্ধু। নয়াদিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হল তাঁকে।
শট পাটের ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের তজিন্দরপাল সিংহ তুর। প্রত্যাশাপূরণ করতে পারলেন না তিনি।
শট পাটে ১২ নম্বরে নেমে গেলেন ভারতের তজিন্দরপাল সিংহ তুর।
পরপর দুটি ফাউল থ্রো করলেন তজিন্দরপাল সিংহ।
শট পাটে প্রথম প্রচেষ্টায় ভারতের তজিন্দরপাল সিংহ তুর ১৯.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করলেন। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।
স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদি অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানালেন লাল কেল্লায়। সেখানে প্রত্যেকের সঙ্গে কথাও বলবেন প্রধামন্ত্রী।
টোকিও অলিম্পিক্সে মহিলাদের হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে বুধবার সেমিফাইনালে নামবে ভারতীয় দল।
অলিম্পিক্সে আয়োজক জাপানকে ২৫-২০, ২৫-২২, ২৫-২০ ব্যবধানে হারিয়ে পুরুষদের ভলিবলের শেষ চারে ব্রাজিল।
রেসলিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে হার সোনম মালিকের। ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগে কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হার সোনমের।
অলিম্পিক্সে হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ৫-২ গোলে হার ভারতের।
অলিম্পিক্সের সেমিতে চতুর্থ কোয়ার্টারে ভারতের বিরুদ্ধে ২ গোলের ব্যবধানে এগিয়ে গেল বেলজিয়াম।
অলিম্পিক্সের হকিতে সেমিফাইনালে চতুর্থ কোয়ার্টারে ৩-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
হকি সেমিফাইনালে ভারত- বেলজিয়ামের টক্কর চলছেই। খেলার ফল ২-২।
অপ্রতিরোধ্য লড়াই চলছে অলিম্পিক্স হকির সেমিতে। দ্বিতীয় কোয়ার্টারে গোলশোধ বেলজিয়ামের। খেলার ফল ২-২।
হকিতে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম কোয়ার্টার শেষে ২-১ গোলে এগিয়ে ভারত।
গোলশোধের পরের মুহূর্তেই এগিয়ে গেল ভারত। বেলজিয়ামের বিরুদ্ধে দলের দ্বিতীয় গোল করল ভারত।
প্রথম কোয়ার্টারেই গোলশোধ ভারতের। হরমনপ্রীত সিংহ গোল করলেন।
অলিম্পিক্স সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে গেল ভারত।
হকিতে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ শুরু ভারতের।
পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামছে ভারত।
প্রেক্ষাপট
টোকিও: অলিম্পিক্সে পদকের দৌড়ে ভারতের পুরুষ হকি দল। মঙ্গলবার সাত সকালে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ভারতের হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে লজ্জার হার ছাড়া টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে মনপ্রীত সিংহর দল। দিলপ্রীত সিংহ, গুরজন্ত সিংহ ও হার্দিক সিংহ আগের ম্যাচে গোল করেছেন। মঙ্গলবার বেলজিয়ামের বিরুদ্ধেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি ভারত।
এছাড়াও আগামীকাল মহিলাদের জ্যাভেলিন থ্রো কোয়ালিফিকেসন গ্রুপ এ-তে নামছেন ভারতের অন্নু রানি। ভোর ৫.৫০-এ হবে এই ইভেন্টের খেলা। পুরুষদের শট পাট কোয়ালিফিকেশন গ্রুপ এ-তে বিকেল পৌনে চারটেয় নামছেন তেজিন্দরপাল সিংহ টুর। কুস্তিতে মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে সোনম মালিক বনাম বোলোরতুয়া খুরেলখু-র ম্যাচ। যোগ্যতা অর্জন করলে সোনম মালিক খেলবেন মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগের কোয়ার্টারফাইনালে। এরপর যোগ্যতা অর্জন করলে সেমিফাইনালে খেলবেন সোনম মালিক। সকাল সাড়ে ছয়টায় পুরুষদের টুর্রামেন্টের কোয়ার্টার ফাইনালে ম্যাচ স্লোভিনিয়ার বিরুদ্ধে জার্মানির।ভোর সাড়ে পাঁচ টায় পুরুষদের টুর্নামেন্টে মুখোমুখি কানাডা ও আরওসি। ভোর সাড়ে পাঁচটায় বিচ ভলিবলে মহিলাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। টেবিল টেনিসে পুরুষদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ রয়েছে জাপান ও সুইডেনের মধ্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -