Tokyo Olympics 2020 Live: ৯ অগাস্ট অলিম্পিক্সে পদকজয়ীদের সংবর্ধনা দেবে কেন্দ্র
Tokyo Olympics 2020: দীর্ঘ ৪১ বছরে শাপমোচন হয়েছে বৃহস্পতিবার। ফের একবার ভারতের জয়ধ্বজা উড়িয়েছে পুরুষ হকি দল। ১৯৮০ মস্কো অলিম্পিক্সের পর এই প্রথম পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল।
পেনাল্টি শ্যুটআউটে সুইডেনকে ৩-২ গোলে হারিয়ে টোকিও অলিম্পিক্সে মহিলাদের ফুটবলে সোনা জিতল কানাডা।
পুরুষদের ৫০ কিমি হাঁটায় পদক জিততে ব্যর্থ ভারতের গুরপ্রীত সিংহ।
টোকিও অলিম্পিক্সে মহিলাদের গলফে তৃতীয় রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অদিতি অশোক।
আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারিয়ে মহিলাদের হকিতে সোনা জিতল নেদারল্যান্ডস।
মহিলাদের ১,৫০০ মিটার দৌড়ের ফাইনালে নতুন অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতলেন কেনিয়ার ফেইথ কিপিগন।
কাল জ্যাভলিন থ্রো ফাইনাল। ভারতের নীরজ চোপড়া সামনে পদক জয়ের সুযোগ।
৪১ বছর পর ভারতীয় হকিতে অলিম্পিক্স পদক। মনপ্রীত, শ্রীজেশ, রুপিন্দরদের দুর্ধর্ষ কামব্যাক। মনপ্রীতদের এই রূপকথার উত্থান ঘিরে দেশজুড়ে উন্মাদনা। তার সঙ্গে সঙ্গেই লাইমলাইটে এক বঙ্গতনয় অরূপ নস্কর। ভারতীয় পুরুষ হকি দলে ম্যাসিওর হিসেবে যুক্ত অরূপ। ১১ বছর কাজ করছেন দলের সঙ্গে। মনপ্রীতদের হাত ধরে ভারতীয় হকিতে পদকের খরা কাটায় উচ্ছ্বসিত অরূপ।
জাপানকে ৩-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে ব্রোঞ্জ জিতল মেক্সিকো।
দলে গেল নাম। রাজীব খেলরত্ন, দেশে খেলাধুলোয় সবচেয়ে বড় পুরস্কারের নাম বদলে গেল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে। প্রধানমন্ত্রী নিজে ট্যুইট করে আজ একথা জানিয়েছেন। নরেন্দ্র মোদির ট্যুইট, ‘মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কারের নাম রাখার জন্য বেশ কিছুদিন ধরেই আমায় অনুরোধ জানাচ্ছিলেন অনেকে। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে এই পুরস্কারের নাম রাখা হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।’
৯ অগাস্ট অলিম্পিক্স পদকজয়ীদের সংবর্ধনা দেবে কেন্দ্র। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাথলিটদের সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, অলিম্পিক্সে অংশগ্রহণকারী অ্যাথলিট ও প্রাক্তন অ্যাথলিটরা।
আজ সেমি ফাইনালে হারের পর কাল কুস্তিতে ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন বজরং পুনিয়া। তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিশ্ব চ্য়াম্পিয়নশিপে রুপো জয়ী আজারবাইজানের দৌলেত নিয়াজবেকভ। ২০১৯-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর কাছে হেরে যান বজরং। তবে সম্প্রতি জয় পান এই ভারতীয় কুস্তিগীর।
দাঁতে দাঁত চেপে ব্রিটিশদের সঙ্গে লড়াই। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ব্রোঞ্জ। আক্ষেপ আর হতাশা রানি রামপালদের মধ্যে। মহিলা হকি দলের সদস্যদের সঙ্গে এদিন ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন খেলোয়াড়রা। তাঁদের লড়াইকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।
ভারতের মহিলা হকি দলের কোচ সোয়ার্ড মারিন সরে যাচ্ছেন। টোকিও অলিম্পিক্স পর্যন্তই তাঁর সঙ্গে চুক্তি ছিল। ব্রোঞ্জ পদকের ম্যাচ শেষ হওয়ার পরেই সেই চুক্তির মেয়াদও শেষ।
কুস্তির ফ্রি স্টাইল ৬৫ কেজি বিভাগে সেমিফাইনালে হার বজরং পুনিয়ার।
অলিম্পিক্সে ২০ কিলোমিটার হাঁটা ফাইনালে ১৭ নম্বরে শেষ করলেন প্রিয়ঙ্কা গোস্বামী।
আগামীকাল গল্ফের ফাইনাল রাউন্ডে যদি আবহাওয়া ব্যাঘাত ঘটায়, তবে গল্ফে রুপো জিতবেন ভারতের অদিতি অশোক।
মহিলাদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার ফাইনালে ১০ মিটার পথ অতিক্রান্ত হওয়ার পর ভারতের প্রিয়ঙ্কা গোস্বামী রয়েছেন ৯ নম্বরে।
টোকিও অলিম্পিক্সে টেবিল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জয় জাপানের।
গল্ফে তৃতীয় রাউন্ডের শেষে ২ নম্বরে রয়েছেন ভারতের অদিতি অশোক।
ফ্রি স্টাইলে ৬৫ কেজি বিভাগে কুস্তিতে সেমিফাইনালে বজরং পুনিয়া। হারালেন ইরানের প্রতিদ্বন্দ্বীকে।
কুস্তির ফ্রি স্টাইল ৬৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে বজরং পুনিয়া।
টোকিও অলিম্পিক্সে হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার রানিদের। দুরন্ত লড়েও ব্রোঞ্জ হাতছাড়া ভারতীয় মহিলা হকি দলের।
অললিম্পিক্স হকিতে চতুর্থ কোয়ার্টারে পিছিয়ে গেল ভারত। ৪-৩ গোলে এখন এগিয়ে গ্রেট ব্রিটেন।
মহিলাদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫০ কেজি বিভাগে হার ভারতের সীমা বিসলার।
অলিম্পিক্স হকিতে তৃতীয় কোয়ার্টারে ভারতের বিরুদ্ধে ম্যাচে সমতা ফেরাল গ্রেট ব্রিটেন।
বন্দনার গোলে অলিম্পিক্স হকিতে দ্বিতীয় কোয়ার্টারের শেষে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এগিয়ে গেল ভারত।
টানা দ্বিতীয় গোল গুরজিতের। গ্রেট ব্রিটেন ম্য়াচে সমতা ফেরাল ভারত।
মহিলা হকিতে গুরজিতের গোলে ব্যবধান কমাল ভারতীয় দল। ২-১ এ এগিয়ে গ্রেট ব্রিটেন।
হকিতে দ্বিতীয় কোয়ার্টারে পরপর ২ গোল হজম করতে হল ভারতকে।
টোকিও অলিম্পিক্সে হকিতে ভারত- গ্রেট ব্রিটেন ম্যাচের প্রথম কোয়ার্টারের ফল গোলশূন্য।
হকিতে ব্রোঞ্জের লড়াইয়ে নামছেন রানি রামপলরা। প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।
প্রেক্ষাপট
টোকিও: দীর্ঘ ৪১ বছরে শাপমোচন হয়েছে বৃহস্পতিবার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের হকিমঞ্চে ফের একবার ভারতের জয়ধ্বজা উড়িয়েছে পুরুষ হকি দল। ১৯৮০ মস্কো অলিম্পিক্সের পর এই প্রথমবার পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। আগামীকাল সকালেও কি জারি থাকবে 'চক দে'? উদীত সূর্যের দেশে কি লেখা হবে ইতিহাস? সেই প্রশ্নের উত্তর জানতেই সাতসকালেই সজাগ হবে ভারতবাসী। শুক্রবার সকালে অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলতে নামছে ভারতীয় মহিলা হকি দল। পাশাপাশি আগামীকাল ভারতের পদকতালিকা বাড়ানোর প্রত্যাশা বাড়িয়ে নামছেন একঝাঁক কুস্তিগীরও। যাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম বজরং পুনিয়া।
ভারতীয় সময় সকাল ৭টায় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলতে নামবেন রানি-গুরজিৎরা। সেমিফাইনালে তারা পরাস্ত হয়েছে আর্জেন্তিনার কাছে। কিন্তু অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার সেমিফাইনালে স্থান পাকা করে ইতিহাস আগেই তৈরি করে ফেলেছে সোয়ের্ড মারিনের প্রশিক্ষণাধীন দল। তাই সেমিফাইনালে হারের পরও কোচ মারিন ও দলের অধিনায়ক রানিকে ফোন করে বাহবা দিয়েছেন স্বয়ং দেশের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সেমিফাইনালে হারের পর এদিন যেভাবে পিছিয়ে পড়া ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়ে পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল, তাতে নিঃসন্দেহে মহিলা ব্রিগেড যে বাড়তি উদ্দম নিয়ে খেলতে নামবে, তাতে কোনও সন্দেহ নেই।
এদিকে সকাল ৮টায় নামবেন কুস্তিতে ভারতের হয়ে পদকজয়ের অন্যতম দাবিদার বজরং পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কাজাখস্থানের এরনাজার আকমাতালিয়েভের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। যে ম্যাচে জিতলেই কিছুক্ষণের মধ্যেই সেমির লড়াই পাকা করার ম্যাচ। আর যে ম্যাচগুলোর বাধা টপকালে দুপুরের দিকে পদকের লড়াই। মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে সীমা বিসলাও নামছেন আগামীকাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -