Tokyo Olympics 2020 Live: ৯ অগাস্ট অলিম্পিক্সে পদকজয়ীদের সংবর্ধনা দেবে কেন্দ্র

Tokyo Olympics 2020: দীর্ঘ ৪১ বছরে শাপমোচন হয়েছে বৃহস্পতিবার। ফের একবার ভারতের জয়ধ্বজা উড়িয়েছে পুরুষ হকি দল। ১৯৮০ মস্কো অলিম্পিক্সের পর এই প্রথম পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Aug 2021 05:01 PM

প্রেক্ষাপট

টোকিও: দীর্ঘ ৪১ বছরে শাপমোচন হয়েছে বৃহস্পতিবার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের হকিমঞ্চে ফের একবার ভারতের জয়ধ্বজা উড়িয়েছে পুরুষ হকি দল। ১৯৮০ মস্কো অলিম্পিক্সের পর এই প্রথমবার পদক জিতেছে ভারতীয়...More

Tokyo Olympics 2020 Live Updates: মহিলাদের ফুটবলে সোনা কানাডার

পেনাল্টি শ্যুটআউটে সুইডেনকে ৩-২ গোলে হারিয়ে টোকিও অলিম্পিক্সে মহিলাদের ফুটবলে সোনা জিতল কানাডা।