Tokyo Olympics 2020 Live: টোকিও অলিম্পিক্সে ইতিহাস নীরজ চোপড়ার

Tokyo Olympics: বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর এবার সোনা পেলেন নীরজ চোপড়া।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Aug 2021 07:10 PM
Tokyo Olympics 2020 Live : পুরুষদের ফুটবলে সোনা ব্রাজিলের

স্পেনকে ২-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে সোনা জিতল ব্রাজিল। ২০১৬ সালে রিও অলিম্পিক্সের পর ফের সোনা জিতল ব্রাজিল। 

Tokyo Olympics 2020 Live Updates: নীরজের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

নীরজ চোপড়ার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নীরজকে অভিনন্দন জানান। 

Tokyo Olympics 2020 Live : অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে স্বাধীন ভারতের প্রথম সোনা

অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে স্বাধীন ভারতের প্রথম সোনা। নীরজের হাত ধরে জ্যাভলিনে কোটি কোটি দেশবাসীর স্বপ্নপূরণ। 

Tokyo Olympics 2020 Live Updates: নীরজ চোপড়াকে অভিনন্দন অভিনব বিন্দ্রার

টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর অভিনব বিন্দ্রার কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন নীরজ চোপড়া। এতদিন অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে দেশের একমাত্র সোনাজয়ী ছিলেন অভিনব। আজ তাঁর সঙ্গে একাসনে বসে পড়লেন নীরজ। 

Tokyo Olympics 2020 Live : গর্বের মুহূর্ত, বললেন নীরজ

‘অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ও দেশের জন্য গর্বের মুহূর্ত,’ টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর প্রতিক্রিয়া নীরজ চোপড়ার।  

Tokyo Olympics 2020 Live Updates: নীরজকে অভিনন্দন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Tokyo Olympics 2020 Live : টোকিও অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা ৭

একটি সোনা, দু’টি রুপো ও চারটি ব্রোঞ্জ নিয়ে টোকিও অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ৭।

Tokyo Olympics 2020 Live Updates: সোনা পেলেন নীরজ চোপড়া

জ্যাভলিন থ্রোয়ে সোনা নীরজ চোপড়ার। 

Tokyo 2020 live: দ্বিতীয় থ্রোতে আরও এগোলেন নীরজ

সোনালি ঝলক নীরজের হাত ধরে। দ্বিতীয় থ্রো'তে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা সম্ভাবনা আরও উজ্জ্বল করলেন তিনি।

Tokyo Olympics 2020 Updates: প্রথম রাউন্ডের শেষে শীর্ষে নীরজ

প্রথম থ্রো'তেই ৮৭.০৩ মিটার ছুড়ে সবার আগে নীরজ চোপড়া। জ্যাভলিনে তাঁর হাত ধরেই কি ভারতের প্রথম সোনা? বাড়ছে প্রত্যাশার পারদ।

Tokyo 2020 live: ব্রোঞ্জ বজরংয়ের

পুরুষদের ৬৫ কেজি কুস্তিতে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার।

Tokyo Olympics 2020 Updates: বজরংয়ের ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রতিপক্ষ দাউলেত নিয়াজবেকোভ

পুরুষদের ৬৫ কেজি কুস্তির ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে বজরং পুনিয়ার প্রতিপক্ষ কাজাখস্থানের দাউলেত নিয়াজবেকোভ। সেনেগালের আদামা দিয়াত্তাকে ১০-০ ফলে হারিয়ে তৃতীয় স্থান নির্ধারিক ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছেন দাউলেত।


 

Tokyo 2020 live: সাইক্লিংয়ে সোনা ডেনমার্কের

সাইক্লিংয়ে পুরুষদের ম্যাডিসন ইভেন্টে সোনা জয় ডেনমার্কের। 

Tokyo Olympics 2020 Updates: বিকেল ৪.৩০টায় জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামবেন নীরজ

আজ বিকেল ৪.৩০টায় জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামবেন ভারতের নীরজ চোপড়া। 

Tokyo 2020 live: বিকেল ৪.১০ এ নামছেন বজরং

৬৫ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ মেডেল ম্যাচে আজ বিকেল ৪.১০ এ নামছেন বজরং পুনিয়া।

Tokyo Olympics 2020 Updates: বেসবলে ব্রোঞ্জ ডমিনিকান রিপাবলিকের

বেসবলে দক্ষিণ কোরিয়াকে ১০-৬ এ হারিয়ে ব্রোঞ্জ জিতল ডমিনিকান রিপাবলিক।

Tokyo 2020 live: টোকিও অলিম্পিক্সে পদক তালিকায় ৬৬ নম্বরে ভারত

টোকিও অলিম্পিক্সে ৫টি পদক নিয়ে এই মুহূর্তে মেডেল ট্যালির ৬৬ নম্বরে রয়েছে ভারতীয় দল।

Tokyo Olympics 2020 Updates: চতুর্থ পজিশনেই ফিনিশ অদিতির

গল্ফে ফাইনাল রাউন্ডে চতুর্থ পজিশনে থেকে শেষ করলেন ভারতের অদিতি অশোক। 

Tokyo 2020 live: গল্ফে পদক হাতছাড়া অদিতির

টোকিও অলিম্পিক্সে শেষ মুহূর্তে পদক হাতছাড়া ভারতীয় গল্ফার অদিতি অশোকের।

Tokyo Olympics 2020 Live Updates: গল্ফে খেলা শুরু ফের সকাল ৯.৪৫ এ

গল্ফের স্থগিত হয়ে যাওয়ার ফাইনাল রাউন্ডের খেলা আবার শুরু হতে চলেছে সকাল ৯.৪৫ এ। 

Tokyo 2020 live: গল্ফে পরবর্তী আপডেট পাওয়া যাবে ভারতীয় সময় ৯.৩০টায়

গল্ফে এই মুহূর্তে ব্রোঞ্জ মেডেল পাওয়ার পজিশনে রয়েছেন ভারতের অদিতি অশোক। বৃষ্টিতে খেলা বন্ধ। পরবর্তী আপডেট ভারতীয় সময় ৯.৩০ টায়। 

Tokyo Olympics 2020 Live Updates: বৃষ্টিতে স্থগিত গল্ফের ফাইনাল রাউন্ড

বৃষ্টির জন্য অলিম্পিক্সে গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে বিভাগে ফাইনাল রাউন্ডের খেলা স্থগিত। 

Tokyo 2020 live: চতুর্থ স্থানে নেমে গেলেন অদিতি অশোক

চতুর্থ পজিশনে নেমে গেলেন অদিতি অশোক। পদকের লড়াই কঠিন হচ্ছে ভারতীয় গল্ফারের জন্য।

Tokyo Olympics 2020 Live Updates: তৃতীয় স্থানে নেমে গেলেন অদিতি

১৪টি হোলের শেষে ফাইনাল রাউন্ডে তৃতীয় স্থানে নেমে গেলেন অদিতি অশোক। 

Tokyo 2020 live: আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন অদিতি

১২টি হোলের শেষে ফাইনাল রাউন্ডে দ্বিতীয় পজিশনে রয়েছেন অদিতি অশোক। 

Tokyo Olympics 2020 Live Updates: তৃতীয় স্থানে নেমে গেলন অদিতি

গল্ফে তৃতীয় স্থানে নেমে গেলেন ভারতের অদিতি অশোক। ৯টি হোলের পর তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন অদিতি ডেনমার্কের গল্ফারের সঙ্গে।

Tokyo 2020 live: গল্ফে পদকের আশা দেখাচ্ছেন অদিতি

গল্ফে ফাইনাল রাউন্ডে ৬টি হোলের পর প্রথম স্থানে রয়েছেন ভারতের অদিতি অশোক। তাঁর সঙ্গে প্রথম স্পটের রয়েছেন আরও ২ জন।

Tokyo Olympics 2020 Live Updates: আজ ব্রোঞ্জের লড়াইয়ে নামছেন বজরং পুনিয়া

আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্সে কুস্তির ৬৫ কেজি ফ্রিসল্টাইল বিভাগের ফাইনালে উঠতে পারেননি বজরং পুনিয়া। শেষ চারের লড়াইয়ে তিনি হেরে যান আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে। লড়াইয়ের ফল ৫-১২। তবে বরজঙের পদকের আশা শেষ হয়ে যায়নি। আজ তিনি ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৫ মিনিটে এই লড়াই। বজরঙের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

প্রেক্ষাপট

ভারতীয় পুরুষ দল ৪১ বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ পদক জিতলেও শুক্রবার সকালে তৃতীয় স্থান নির্ধারক তথা ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। ঐতিহাসিক পদকজয়ের ম্যাচে হারলেও রানিদের পারফরম্যান্স ভারতীয়দের মনে 'রাজ' করছে।


আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্সে কুস্তির ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের ফাইনালে উঠতে পারেননি বজরং পুনিয়াও। আজ ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৫ মিনিটে অবশ্য এবারের অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে দ্বিতীয় পদক জেতানোর লক্ষ্যে নামবেন তিনি। ব্রোঞ্জ পদক জয়ের যে ম্যাচে বজরং-এর প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। 


এদিকে, শনিবার বিকেল ৫ টায় অলিম্পিক্সে ফুটবলের ফাইনাল। সোনা জেতার লড়াইয়ে যে ম্যাচে সম্মুখসমরে নামছে ব্রাজিল ও স্পেন। ভারতীয় সময় ভোর সাড়ে ৩ টেয় মহিলাদের ম্যারাথনের ফাইনাল। পাশাপাশি বিকেল সাড়ে ৫ টায় ফ্রান্স ও ডেনমার্কের মধ্যে হ্যান্ডবলের ফাইনাল।


বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ভলিবলের সোনা জয়ের লড়াই ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। বেলা সাড়ে ১১ টাতে হবে পুরুষদের ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্মের ফাইনাল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.