নয়া দিল্লি : "র্যাঙ্ক দিয়ে নয়, পদক জিতে বিশ্বে স্বীকৃতি পাচ্ছে নতুন ভারত। এটা প্রমাণিত যে, কঠোর পরিশ্রমেই কারও উন্নয়ন নির্ধারিত হয়, পরিবারের দ্বারা নয়। ভারতের যুবসমাজ দ্রুত এগিয়ে চলেছে। উন্নতি করছে।" টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দল(পুরুষ) ব্রোঞ্জ জেতার পর এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজই টোকিও অলিম্পিক্সের পুরুষদের হকিতে ব্রোঞ্জ জেতে ভারত। জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে জয় হাসিল করে নেন মনদীপ, সিমরনজিতরা। এদিন ৫-৪ গোলে তাঁরা হারিয়ে দেন জার্মানিকে। কড়া টক্কর শেষে শেষ হাসি হাসেন মনপ্রীতরাই। ভারতের জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। ট্যুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্যুইটারে নরেন্দ্র মোদি বলেন, 'ঐতিহাসিক এই দিনটা প্রত্যেক ভারতবাসী মনে রাখবে। ভারতের পুরুষ হকি দলকে অভিনন্দন। ভারতে ব্রোঞ্জ পদক নিয়ে আসার জন্য। ভারতবাসীর, বিশেষ করে তরুণ প্রজন্মের কল্পনাকে ছুঁয়ে গিয়েছে ভারতীয় দল। আমি গর্বিত ওদের জন্য।'
উল্লেখ্য, ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতছিল। সেবার হকিতে সোনা জিতেছিল ভারত। এবারও সোনা জয়ের লক্ষ্যেই ছিল ভারত। কিন্তু, সেমিতে এসে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের। যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে।
ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে এসে হরমনপ্রীত বলেন, 'সবাই নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। প্রথম দিকে একটু পিছিয়ে পড়েছিলাম আমরা। কিন্তু দ্রুত ছন্দ ফিরে পেয়েছি আমরা। এটা আমার দ্বিতীয় অলিম্পিক্স। কিন্তু দলের অনেকেই একেবারে নতুন মুখ। তাই সবার জন্যই এই মুহূর্ত ভীষণভাবে স্পেশ্যাল। এই জয় উপভোগ করতে চাই এখন।'
উল্লেখ্য, আজ রবি কুমার দাহিয়া রুপো জেতার পর টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ায় ৫। এর জেরে পদক তালিকায় ৬৫-তে রয়েছে দেশ।