লন্ডন: টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের পাশে থাকার জন্য দেশবাসীকে বার্তা দিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছেন। সেখান থেকেই ভারতীয় অ্যাথলিটদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন। এমনকী দেশবাসীকেও বার্তা দিলেন, যাতে তাঁরা টোকিওয় অংশগ্রহণকারী অ্যাথলিটদের জন্য গলা ফাটান।
বিসিসআই ট্য়ুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে বিরাটের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বিরাট বলছেন, 'টোকিওতে আমাদের অ্যাথলিটদের দেখুন।' ক্রিকেটের বাইরেও বিরাট বারবার অন্যান্য খেলার সম্প্রসারনে গলা ফাটিয়েছেন। ফুটবলে সুনীল ছেত্রীর সঙ্গে মাঠে নেমে খেলতেও দেখা গিয়েছে। দেশবাসীকেও বারবার বিভিন্ন ইভেন্টের সময় ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়ার জন্য বার্তা দিয়েছেন কোহলি। এবারও ঠিক তেমনই ফের একবার সিন্ধু, মেরি কম, মণিকাদের উৎসাহ দিতে দেশবাসীর কাছে আর্জি জানালেন ভারত অধিনায়ক।
এবারের অলিম্পিক্সে মোট ৮৮ জন ক্রীড়াবিদ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে টোকিও উড়ে গিয়েছেন। রবিবার সকালেই পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা টোকিওতে। এরমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন অ্যাথলিট। এরমধ্যে ২ জন গেমস ভিলেজেই ছিলেন। এই ঘটনায় আতঙ্ক আরও বাড়ছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক্স। এবার পদক জয়ের দাবিদারও রয়েছেন অনেক ভারতীয় অ্যাথলিট।
বিরাট ও তাঁর দল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে আগামী ৪ অগাস্ট থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর থেকে বিশ্রামে ছিল ভারতীয় দল। তবে গতকাল থেকেই অনুশীলনে নেম গিয়েছে রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে সহ টিম ইন্ডিয়ার অন্যান্য তারকারা। বিরাট নিজেও ব্যাট হাতে নেটে প্র্যাকটিস করেছেন। সেই ছবিও বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।