নয়াদিল্লি: আসন্ন টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন মিডফিল্ডার মনপ্রীত সিংহ। তিনি এর আগেও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। তাঁকে সেই দায়িত্বে রেখে দেওয়া হল। অলিম্পিক্সের জন্য ভারতীয় দলের দুই খেলোয়াড়কে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁরা হলেন বীরেন্দ্র লাকরা ও হরমনপ্রীত সিংহ।
অলিম্পিক্সে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার সম্মান পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত মনপ্রীত। ২৮ বছর বয়সি এই মিডফিল্ডার বলেছেন, ‘এই অলিম্পিক্স সত্যিই স্পেশাল হবে। অলিম্পিক্সে তৃতীয়বার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এবার আমিই দলের অধিনায়ক। এটা অত্যন্ত গৌরবের বিষয়। আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।’
মনপ্রীত আরও জানিয়েছেন, ‘গত কয়েক বছর ধরে আমরা দারুণ শক্তিশালী একটি নেতৃত্ব গোষ্ঠী গড়ে তুলতে পেরেছি। অতিমারীর চ্যালেঞ্জ অতিক্রম করে আমরা ফর্ম ধরে রাখতে পেরেছি। আমাদের পারফরম্যান্সের অবনতি হয়নি। অলিম্পিক্সে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য আমরা তৈরি হচ্ছি। অলিম্পিক্সের কথা আমাদের মাথায় আছে। সেভাবেই আমরা ফিটনেসের উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ভারতীয় হকি দলের প্রধান কোচ গ্রাহাম রিড জানিয়েছেন, ‘একজন অধিনায়কের সঙ্গে দু’জন সহ-অধিনায়ক থাকায় দলের নেতৃত্ব শক্তিশালী হবে। গত দু’বছর ধরেই এই তিন খেলোয়াড় দলের নেতৃত্ব গোষ্ঠীর অঙ্গ। কঠিন সময়ে তরুণদের পথ দেখানোর ক্ষেত্রে ওরা পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। অলিম্পিক্সে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য দলকে ঠিকমতো পরিচালনা করা জরুরি। আমাদের বিশ্বাস, দলে দুই সহ-অধিনায়ক থাকায় নেতৃত্ব শক্তিশালী হবে। আমাদের আশা, সবাই মিলে একসঙ্গে দলকে সাফল্যের পথে নিয়ে যেতে পারব।’
মনপ্রীতের নেতৃত্বে ২০১৭ সালে এশিয়া কাপ জেতে ভারতীয় দল। এছাড়া ২০১৮ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ সালে এফআইএইচ সিরিজ ফাইনালও জেতে ভারত। ২০১৮ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও পৌঁছন মনপ্রীতরা। ফলে এবারও তাঁরা সাফল্য পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।