Tokyo Olympics 2020 Live: টোকিওর বিমান ধরতে পারলেন না বিনেশ
মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৩ নম্বরে ভারত।
টোকিওর বিমান ধরতে পারলেন না বিনেশ ফোগত। তিনি বুধবার টোকিও পৌঁছবেন। কুস্তিতে পদক জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে তাঁকে।
মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ হারিয়ে সফটবলে সোনা জিতল জাপান।
ফেন্সিংয়ে এপি বিভাগে মহিলাদের দলগত ইভেন্টে সোনা জিতল এস্তোনিয়া।
টোকিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্স থেকে ছিটকে গেলেন সিমোন বাইলস। যদিও তাঁর ছিটকে যাওয়া নিয়ে রহস্য রয়েছে। তিনি ভল্টে একটি অদ্ভুত রোটেশন করেন। তারপরই তাঁকে 'আর' দেখানো হয়। পরে বিশ্ব জিমন্যাস্টিক্স ফেডারেশন জানায় যে, চলতি অলিম্পিক্সে আর অংশ নিতে দেখা যাবে না বাইলসকে। তবে পদক তিনি এখনও জিততে পারেন। যদি মার্কিন যুক্তরাষ্ট্র দলগত বিভাগে পদক জেতে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্স সংস্থা জানিয়েছে, চিকিৎসাগত কারণে আর নামতে পারবেন না বাইলস।
ইতিহাসে নাম লেখালেন ভারোত্তোলক পোলিনা গুরিয়েভা। তুর্কমেনিস্তানের প্রথম হিসাবে অলিম্পিক্সে পদক জিতলেন তিনি।
সেইলিংয়ে পুরুষদের ওয়ান পার্সন ডিঙ্গি বিভাগের লেসার রেস ০৬-এ ১২তম স্থানে শেষ করলেন ভারতের বিষ্ণু সর্বানন।
জাপানে ফের বাড়ছে করোনা সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা দেশের সকলের কাছে আবেদন করলেন, 'অযথা বাড়ি থেকে না বেরিয়ে টিভিতে অলিম্পিক্স দেখুন।'
চিনা তাইপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোয়াার্টার ফাইনালের লড়াইয়ে খেলতে নামবেন লভলিনা। তাঁর প্রতিপক্ষ নিয়েন চিন চেন। সেই ম্যাচ হবে আগামী ৩০ জুলাই।
মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বোর্গোহায়েন।
ঘরের মাঠে অলিম্পিক্সের মতো মঞ্চ। কিন্তু সেই মঞ্চের রানি হতে পারলেন না নাওমি ওসাকা। মহিলাদের টেনিসে সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হেরে ছিটকে গেলেন তিনি। হেরে গেলেন মারকেটা ভনড্রোউসোভার বিরুদ্ধে। খেলার ফল মারকেটার পক্ষে ৬-১, ৬-৪।
১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে মেডেল রাউন্ডে উঠতে পারলেন না ভারতের দীপক কুমার ও অঞ্জুম মুদগিল এবং এলাভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংহ পানোয়ার জুটি।
টেবিল টেনিসে তৃতীয় রাউন্ডের ম্যাচে হার শরৎ কমলের। সোনা জয়ের দাবিদার মা লংয়ের বিরুদ্ধে ১-৪ গেমে হারলেন তিনি। খেলার ফল ১-৪ (৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১)।
তৃতীয় ও চতুর্থ গেমে পরপর হারলেন শরৎ কমল। চিনের প্রতিপক্ষ ম্যাচে এই মুহূর্তে মা লং এগিয়ে ৩-১ গেমে।
প্রথম গেমে হারলেও, দ্বিতীয় গেমে দুর্দান্তভাবে ফিরে এলেন শরৎ কমল। দ্বিতীয় গেমে ১১-৮ ব্যবধানে জয় পেলেন অভিজ্ঞ ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার। প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হারতে হয়েছিল শরৎকে।
টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের মা লংয়ের বিরুদ্ধে খেলতে নামলেন ভারতের শরৎ কমল।
স্পেনের বিরুদ্ধে ৩-০ গোল জয়ে পয়ন্ট টেবিলেও এগিয়ে এল ভারত। পুল এ তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখান থেকে প্রথম চারটি দল কোয়ার্টারে প্রবেশ করবে।
টোকিও অলিম্পিক্স শুরু হয়ে গিয়েছে। কিন্তু এরইমধ্যে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন নতুনভাবে গেমস ভিলেজে। ২ জন তার মধ্যে অ্যাথলিট। এই নিয়ে অলিম্পিক্সে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫৫।
টোকিও অলিম্পিক্সে হকিতে গ্রুপ পর্বের ম্যাচে স্পেনের বিরুদ্ধে জয় ভারতের। ৩-০ গোলে জয় পেলেন মনপ্রীত, দিলপ্রীতরা।
হকিতে চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল করল ভারত। এই মুহূর্তে ৩-০ গোলে এগিয়ে ভারতীয় হকি দল।
অলিম্পিক্সে হকিতে স্পেনের বিরুদ্ধে এগিয়েই ভারত। তৃতীয় কোয়ার্টার শেষেও ২-০ গোলে এগিয়ে মনপ্রীতরা।
টোকিও অলিম্পিক্সে ভারত- স্পেন হকি ম্যাচে হলুদ কার্ড দেখলেন স্পেনের অধিনায়ক। ৫ মিনিটের জন্য কোর্টের বাইরে বসতে হল তাঁকে।
দ্বিতীয় কোয়ার্টার শেষে স্পেনের বিরুদ্ধে ২-০ গােলে এগিয়ে ভারত। সিমরনজিৎ ও রুপিন্দর ভারতের হয়ে গোল করেন।
টোকিও অলিম্পিক্সে হকিতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলতে নামল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে হারতে হয়েছিল ভারতকে।
১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হলেন মনু ভাকের- সৌরভ চৌধুরী।
প্রেক্ষাপট
টোকিও: মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৩ নম্বরে ভারত।
কাল টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ার সুযোগ ভারতের শ্যুটারদের সামনে। ভাল পারফরম্যান্স দেখাতে পারলে সকালেই পদক পেতে পারেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী এবং যশস্বিনী সিংহ দেশোয়াল ও অভিষেক ভার্মা। তাঁরা নামবেন ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচে। তাঁরা যদি যোগ্য়তা অর্জন করতে পারেন, তাহলে পদক জয়ের সুযোগ থাকছে।
এছাড়া ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম গোল্ড মেডেল ম্যাচও রয়েছে কাল। ভারতের হয়ে লড়াই করবেন মনু, সৌরভ, যশস্বিনী ও অভিষেক। তাঁরা যদি যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে সোনা জয়ের সুযোগও থাকছে। শ্যুটিংয়ে কাল আরও দু’টি পদক জয়ের ইভেন্ট রয়েছে। ভারতের শ্যুটাররা যদি ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে পদক জয়ের সুযোগ থাকবে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচে লড়াই করবেন ভারতের দীপক কুমার ও অঞ্জুম মুদগিল এবং এলাভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংহ পানোয়ার। পদক পেতে গেলে তাঁদের যোগ্যতা অর্জন করতে হবে এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। ব্রোঞ্জ মেডেল ম্যাচের পর ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম গোল্ড মেডেল ম্যাচে লড়াই করবেন দীপক ও অঞ্জুম এবং এলাভেনিল ও দিব্যাংশ।
কাল টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের মা লংয়ের মুখোমুখি হচ্ছেন ভারতের অভিজ্ঞ খেলোয়াড় অচিন্ত্য শরৎ কমল। তিনি যদি এই ম্যাচটি জিততে পারেন, তাহলে পদক জয়ের দিকে এগিয়ে যাবেন। কাল পুরুষদের হকি ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হেরে যথেষ্ট চাপে ভারতীয় দল। স্পেনও যথেষ্ট শক্তিশালী দল। ফলে কালও কঠিন লড়াই ভারতের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -