Tokyo Olympics 2020 Live: রবির রুপো, কুস্তিগীরের কামালে ভারতের পদক বেড়ে ৫

বুধবারের মতোই বৃহস্পতিবার ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে থাকবেন অলিম্পিক্সের মঞ্চে ভারতীয় কুস্তিগীরদের পারফরম্যান্সের দিকেও। মহিলাদের কুস্তিতে ভিনেশ, অংশু মালিকরাও নামছেন বৃহস্পতিবারই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Aug 2021 05:05 PM
Tokyo Olympics 2020 Live: নজরে গলফ ও রেস ওয়াকিং

ভোর ৪ টে নাগাদ গলফের তৃতীয় রাউন্ডে নামবেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর। দুপুর ১ টায় মহিলাদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ে নামবেন ভারতের দুই প্রতিনিধি প্রিয়াঙ্কা গোস্বামী ও ভাবনা জাট।

Tokyo Olympics 2020 updates: আগামীকাল কুস্তিতে নামছেন বজরং পুনিয়া

সকাল ৮টায় নামবেন কুস্তিতে ভারতের হয়ে পদকজয়ের অন্যতম দাবিদার বজরং পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কাজাখস্থানের এরনাজার আকমাতালিয়েভের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।

Tokyo Olympics 2020 Live: মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদকজয়ের ম্যাচ আগামীকাল

ভারতীয় সময় সকাল ৭টায় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অলিম্পিক্সের ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে খেলতে নামবে ভারতীয় মহিলা হকি দল।

Tokyo Olympics 2020 updates: শুভেচ্ছাবার্তায় ভাসলেন রবি দাহিয়া

ভারতের হয়ে দ্বিতীয় রুপো তথা পঞ্চম পদক জেতার পর শুভেচ্ছাবার্তায় ভাসলেন রবি দাহিয়া। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, অভিনেতা থেকে সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষ, সকলেই শুভেচ্ছাবার্তা জানালেন ভারতীয় কুস্তিগীরকে।

Tokyo Olympics 2020 Live: অলিম্পিক্সে ভারতের ঝুলিতে আপাতত ২ রুপো, ৩ ব্রোঞ্জ

টোকিও অলিম্পিক্সে ভারতের পদকসংখ্যা বেড়ে হল ৫। মীরাবাঈ চানুর পর রুপো জিতলেন রবি দাহিয়া। মাঝে পিভি সিন্ধু, লভলিনা বরগোহাঁই ও আজ সকালেই ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে।

Tokyo Olympics 2020 updates: ব্রোঞ্জ পদকের ম্যাচে হার দীপক পুনিয়ার

ব্রোঞ্জ পদকের ম্যাচে হার দীপক পুনিয়ার। মাইলস আমিনের কাছে হেরে যাওয়ায় অলিম্পিক্স থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরকে।


 

Tokyo Olympics 2020 Live: রুপো জিতলেন রবি দাহিয়া

অল্পের জন্য ফাইনালে হার মানতে হল রবি দাহিয়াকে। রাশিয়ান কুস্তিগীরের কাছে ফাইনালে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় এই কুস্তিগীরকে।

Tokyo Olympics 2020 updates: অলিম্পিক্স হকিতে ভারতের ঝুলিতে ১২টি পদক

অলিম্পিক্স হকিতে এই নিয়ে মোট ১২টি পদক পেল ভারত। ঝুলিতে রয়েছে ৮টি সোনা, ৩টি ব্রোঞ্জ ও ১টি রুপো। 

Tokyo Olympics 2020 Live: কোভিড যোদ্ধাদের পদক উৎসর্গ মনপ্রীতদের

অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর তা কোভিড যোদ্ধাদের উৎসর্গ করল ভারতীয় হকি দল।

Tokyo Olympics 2020 updates: মনপ্রীতদের শুভেচ্ছা বার্তা কোভিন্দ, মোদির

সোনাজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Tokyo Olympics 2020 Live: বিকেল ৪টায় কুস্তির ফাইনালে নামবেন রবি

আজ বিকেল ৪টায় ৫৭ কেজির বিভাগে কুস্তির ফাইনালে নামবেন রবি দাহিয়া।

Tokyo Olympics 2020 updates: কুস্তিতে কোয়ার্টারে হার ভিনেশের

কুস্তিতে কোয়ার্টার ফাইনালে হার ভিনেশ ফোগতের। 

Tokyo Olympics 2020 Live: জার্মানিকে হারিয়ে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় মনপ্রীতদের

হকিতে ব্রোঞ্জ ভারতীয় পুরুষ দলের। জার্মানিকে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিক্সে পদক ভারতের। 

Tokyo Olympics 2020 updates: হকিতে চতুর্থ কোয়ার্টারে ৫-৪ গোলে এগিয়ে ভারত

চতুর্থ কোয়ার্টারে ৫-৪ গোলে এগিয়ে ভারত। এই কোয়ার্টারে ব্যবধান কমালো জার্মানি।

Tokyo Olympics 2020 Live: কুস্তিতে কোয়ার্টার ফাইনালে ভিনেশ ফোগত

কুস্তিতে ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে কোয়ার্টার ফাইনালে ভিনেশ ফোগত। সুইডিশ প্রতিদ্বন্দ্বীকে ৭-১ এ হারালেন তিনি।

Tokyo Olympics 2020 updates: হকিতে তৃতীয় কোয়ার্টারে এগিয়ে ভারত

জার্মানির বিরুদ্ধে হকিতে তৃতীয় কোয়ার্টারে ৫-৩ গোলে এগিয়ে গেল ভারত।

Tokyo Olympics 2020 Live: কুস্তিতে হার অংশুর

কুস্তির ৫৭ কেজি রেপেসাজ বিভাগে হার অংশু মালিকের। রাশিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১-৫ এ হার অংশুর।

Tokyo Olympics 2020 updates: দ্বিতীয় কোয়ার্টার শেষে গোলশোধ ভারতের

হকিতে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টারের শেষে খেলার ফল ৩-৩। গোল করলেন হরমনপ্রীত।

Tokyo Olympics 2020 Live: হকিতে দ্বিতীয় কোয়ার্টারে ৩-২ এ পিছিয়ে ভারত

হার্দিক সিংহর গোলে দ্বিতীয় কোয়ার্টারে গোল ব্যবধান কমালো ভারত।

Tokyo Olympics 2020 updates: দ্বিতীয় কোয়ার্টারে ৩-১ গোলে পিছিয়ে ভারত

হকিতে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টারে আরও ২ গোল পরপর হজম করতে হল ভারতকে। 

Tokyo Olympics 2020 Live: দ্বিতীয় কোয়ার্টারে গোলশোধ মনপ্রীতদের

দ্বিতীয় কোয়ার্টারে গোলশোধ করল ভারতীয় পুরুষ হকি দল।

Tokyo Olympics 2020 updates: হকিতে প্রথম কোয়ার্টারে পিছিয়ে গেল ভারত

ব্রোঞ্জ জয়ের ম্যাচে পুরুষদের হকিতে জার্মানির বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে গেল ভারত।

প্রেক্ষাপট

টোকিও: সোনালি মোড়ক হাতছাড়া হয়েছে, তবে ভারতীয় পুরুষ হকি দলকে ঘিরে প্রত্যাশা পদকপ্রাপ্তির ঝুলি ভরানোর। পাশাপাশি বুধবারের মতোই ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে থাকবেন অলিম্পিক্সের মঞ্চে ভারতীয় কুস্তিগীরদের পারফরম্যান্সের দিকেও। মহিলাদের কুস্তিতে ভিনেশ, অংশু মালিকরাও নামছেন বৃহস্পতিবারই।


ভারতীয় সময় ভোরে গলফের দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে নামছেন দুই ভারততনয়া। ভোর ৪ টে নাগাদ অদিতি অশোক ও ভোর সাড়া ৫টা নাগাদ নামবেন দীক্ষা ডাগর। আগামীকাল সাতসকালের দিকে ভারতীয় ক্রীড়ামহল বাড়তি উৎসাহ নিয়ে তাকিয়ে, কারণ সকাল ৭ টা নাগাদ ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে খেলতে নামছে ভারতীয় পুরুষ হকি দল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তৃতীয় স্থানে শেষ করার পথে মনপ্রীত, শ্রীজেশদের সামনে জার্মানির চ্যালেঞ্জ। সোনার লড়াইয়ে নামার ডুয়েলে বেলজিয়ামের কাছে ২-৫ গোলে হেরে গেলেও সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের পদকসংখ্যা পুরুষ হকি দল বাড়াবে বলেই প্রত্যাশা রাখছে ক্রীড়ামহল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টেয় সোনা জয়ের লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও বেলজিয়াম।


এদিকে, কিছুটা বেলার দিকে নামবেন ভিনেশ ফোগত, অংশু মালিকরা। মহিলাদের ৫৩ কেজি ফ্রি-স্টাইলে ভিনেশের প্রতিপক্ষ সুইডেনের সোফিয়া ম্যাটসন। সেই ম্যাচের সময় এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পাশাপাশি ৫৭ কেজি রেপচেজ বিভাগে অংশু মালিকের ম্যাচ বা প্রতিপক্ষ কোনওটাই চূড়ান্ত হয়নি এখনও পর্যন্ত। পাশাপাশি পুরুষদের কুস্তিতে জোড়া নামবেন রবি কুমার ও দীপক পুনিয়াও। তাদেরও ম্যাচের সময় নির্ধারিত হয়নি এখনও পর্যন্ত। তবে ভারতীয় সময় দুপুর নাগাদ সবকটি ম্যাচ হবে।


পাশাপাশি পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিন ভারতীয়। সন্দীপ কুমার, রাহুল রোহিলা ও ইরফান কে থোডি যে প্রতিযোগিতার মূলপর্বে বিশেষ নজর কাড়তে পারেন কি না, সেদিকেও নজর থাকবে। পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ের ফাইনাল শুরু ভারতীয় সময় দুপুর ১ টায়। বিকেল ৪ টেয় চিন ও জাপানের মধ্যে মহিলাদের টেবিল টেনিস টিম ইভেন্টের সোনা জয়ের ডুয়েল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.