টোকিও : ফের করোনা আক্রান্তের খোঁজ মিলল টোকিও অলিম্পিক্সে। দক্ষিণ আফ্রিকার অনূধর্ব ২৩(পুরুষ) ফুটবল দলের তিন সদস্য করোনায় আক্রান্ত। আপাতত তাঁরা আইসোলেশনে আছেন।


করোনায় আক্রান্ত ওই তিন সদস্য হলেন- থাবিসো মোনইয়ানে(খেলোয়াড়), কামোহেলো মাহলাৎসি(খেলোয়াড়) ও ভিডিও অ্যানালিস্ট মারিও মাশহা। দৈনন্দিন পরীক্ষায় এই তিনজনের পজিটিভ রিপোর্ট এসেছে। 


তবে দলের বাকি সদস্যদের ইতিমধ্যেই দুই বার নেগেটিভ রিপোর্ট এসেছে। তাঁরা প্রত্যেকেই স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সমস্ত বিধি-নিষেধ মেনে চলছেন। 


টিম সাউথ আফ্রিকার চিফ মেডিক্যাল অফিসার ফাথো জোন্ডি জানান, টিম সাউথ আফ্রিকার প্রত্যেক সদস্যের সম্পূর্ণ মেডিক্যাল ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তার কথা যোগ্যতা নির্ধারণের মাপকাঠি হিসেবে জানানো হয়েছিল। টোকিওর উদ্দেশে রওনা দেওয়ার আগে তাঁদের দুই সপ্তাহ আইসোলেশনে থাকার জন্য উৎসাহ দেওয়া হয়েছিল। এছাড়া দৈনন্দিন স্বাস্থ্য মনিটরিং ও কোনও উপসর্গ দেখা দিলে তা রিপোর্ট করতে বলা হয়েছিল। 


প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই অলিম্পিক্সের আসর বসতে চলেছে টোকিওয়। তার আগে করোনার থাবা গেমসে। টোকিও গেমসের প্রথম কোভিড পজিটিভ কেসের খোঁজ পাওয়া গেছে গতকাল জানা যায়। টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানান, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। 


এর পর আজ দক্ষিণ আফ্রিকার অনূধর্ব ২৩ ( পুরুষ) ফুটবল দলের তিন সদস্য করোনায় আক্রান্ত বলে জানা যায়। গেমস শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। 


গত বছর, অর্থাৎ ২০২০ সালে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্সের। কিন্তু, মারণ অতিমারীর জন্য তা পুরো এক বছর পিছিয়ে দেওয়া হয়। এ বছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই গেমস। যদিও টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সিকো হাসিমোটো বলেন, যে কোনও কোভিড হানাকে রুখতে তৎপর আমরা। যদি কোনও ঘটনা ঘটেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব।