সমীরণ পাল, বসিরহাট: বসিরহাটে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি। ব্যবসায়ীর নাম সীতারাম সাহা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের টাকী রোডের রঘুনাথপুর এলাকায়। মাটিয়া থানার অন্তর্গত এই এলাকায় এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গুরুতর আহত অবস্থায় সেই ব্যবসায়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। 


টাকী রোডের রঘুনাথপুরে একটি গাড়ির পার্সের দোকান রয়েছে সীতারামের। সূত্রের খবর, সেই দোকান বন্ধ করেই বাড়ি ফিরছিলেন সেই ব্যবসায়ী। সেই সময়ই বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই ব্যবসায়ীর থেকে। সেই সময় সীতারামের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় দুস্কৃতিদের। এরপরই টাকা না মেলায় সীতারামের দিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।


এরপরই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে শারীরিক পরিস্থিতি বিবেচনা করে কলকাতায় নিয়ে আসা হয় সীতারামকে। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 


এদিকে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সীতারামের বাড়ির লোকও আতঙ্কে ভুগছেন। তবে এই ঘটনায়  এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এমনকী সেই সময় এলাকায় কোথাও কোনও সিসিটিভি রয়েছে কিনা, বা থাকলেও সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে পুলিশ। 


এর আগে মালদা ও রতুয়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী। রতুয়ায় মোটরবাইকে বাড়ি ফেরার পথে পেশায় ট্রাক্টর ব্যবসায়ী ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন লাল মোহাম্মদ। সেই সময় হঠাৎই কাহালা এলাকায় কে বা কারা পেছন থেকে এসে গুলি চালায়। তাঁর ডান পায়ে গুলি লাগে। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।


বসিরহাটে এবার ফের ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগ উঠল।