নয়াদিল্লি: টোকিও প্যারালিম্পিক্সে শুক্রবার শটপাটের ফাইনালে নামবেন ভারতের টেক চাঁদ। নজর থাকবে ভাবিনাবেনের ওপরও। প্রথম ম্যাচেই বিশ্বের এক নম্বর প্যাডলারের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল। তবে মরণবাঁচন ম্যাচে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে পরাজিত করে টোকিও প্যারালিম্পক্সের রাউন্ড অফ ১৬-এ নিজের জায়গা পাকা করে নিয়েছেন ভারতীয় প্যাডলার ভাবিনাবেন হাসমুখভাই পটেল। 


টেবিল টেনিসের ক্লাস ৪ বিভাগে বিশ্বের নয় নম্বর মেগানের বিরুদ্ধে চার গেমের হাড্ডাহাড্ডি লড়াই হয় ভাবিনাবেনের। তবে ৪১ মিনিটের ম্যাচের পর শেষ হাসি হাসলেন বিশ্বের ১২ নম্বর ভারতীয় তারকাই। ১১-৭, ৯-১১, ১৭-১৫, ১৩-১১ স্কোরলাইনে ম্যাচ নিজের নামে করেন ভাবিনাবেন।


শুক্রবার কার কখন খেলা, আগাম জেনে নিন - 


শুক্রবার (২৭ অগাস্ট) প্যারালিম্পিক্সে ভারতীয়দের ইভেন্ট


ভোর ৫.৩০ - তিরন্দাজি - মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগ (ওপেন র‌্যাঙ্কিং রাউন্ড) - স্পোর্ট ক্লাস স্ট্যান্ডিং - জ্যোতি


সকাল ৬.৩৮ - সাঁতার - পুরুষদের ব্যক্তিগত মেডলে এসএম সেভেন হিট ২ - সুয়াস যাদব


সকাল ৭.৩০ - টেবিল টেনিস - মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর (রাউন্ড অফ ১৬) - ভাবিনাবেন হাসমুখভাই পটেল বনাম জয়েস ডি অলিভিয়েরা (ব্রাজিল)


সকাল ১০.৩০ - তিরন্দাজি - পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগ (ওপেন র‌্যাঙ্কিং রাউন্ড) - রাকেশ কুমার (স্পোর্ট ক্লাস ডব্লিউ টু), শ্য়ামসুন্দর স্বামী (স্পোর্ট ক্লাস এসটি)


পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ (ওপেন র‌্যাঙ্কিং রাউন্ড) - হরবিন্দর সিংহ (স্পোর্ট ক্লাস এসটি), চিকারা বিবেক (স্পোর্ট ক্লাস এসটি)


দুপুর ৩.২২ - সাঁতার - পুরুষদের ব্যক্তিগত মেডলে এসএম সেভেন ফাইনাল - এস এন যাদব (হিটে প্রথম আটের মধ্যে শেষ করতে পারলে তবেই)


দুপুর ৩.৩০ - অ্যাথলেটিক্স - পুরুষদের শট পাট এফ ৫৫ ফাইনাল - টেক চাঁদ


বিকেল ৩.৫০ - টেবিল টেনিস - মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর (কোয়ার্টার ফাইনাল) - ভাবিনাবেন হাসমুখভাই পটেল বনাম বোরিস্লিভা পেরিচ রাঙ্কোভিচ (সার্বিয়া) রাউন্ড অফ ১৬-র ম্যাচে ভাবিনাবেন জিতলে তবেই।