টোকিও: প্যারালিম্পিক্সের অষ্টমদিন পদকের তালিকায় ভারতের ভাঁড়ার শূন্য থাকল। এই মুহূর্তে ২ টি সোনা, ৫ টি রুপো ও ৩টি ব্রোঞ্জ, সবমিলিয়ে মোট ১০ পদক এসেছে ভারতের ঝুলিতে। পদকতালিকায় স্থান ৩৪ নম্বরে।


এখনও পর্যন্ত চলতি প্যারালিম্পিক্স পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে চিন। তাদের মোট পদক সংখ্যা ১৪৭। এরমধ্যে চিন পেয়েছে ৬৮ সোনা, ৪৩ রুপো ও ৩৬ ব্রোঞ্জ পদক। গ্রেট ব্রিটেনকে সরিয়ে পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরপিসি (রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটি)। এখনও পর্যন্ত তাদের মোট পদক সংখ্যা ৮৯। যা প্রথম স্থানে থাকে চিনের থেকে অনেকটাই কম। আরপিসি পেয়েছে ৩২ সোনা, ২০ রূপো, ৩৭ ব্রোঞ্জ।   গ্রেট ব্রিটেন পেয়েছে  ৩০ সোনা, ২৪ রূপো ও ৩২ ব্রোঞ্জ সহ ৮৬ পদক। আমেরিকা রয়েছে চতুর্থ স্থানে। ২৫ সোনা, ২৭ রুপো ও ২০ ব্রোঞ্জ সহ ৭২ পদক এখনও পর্যন্ত গিয়েছে আমেরিকার দখলে। এরপরেই রয়েছে নেদারল্যান্ডস। ১৯ সোনা, ১০ রুপো ও ১০ ব্রোঞ্জ সহ তাদের প্রাপ্তি ৩৯ পদক। ইউক্রেন পেয়েছে ১৭ সোনা, ৩৫ রুপো ও ২৩ ব্রোঞ্জ সহ ৭৫ পদক। ব্রাজিল পেয়েছে ১৫ সোনা, ১২ রুপো ও ২১ ব্রোঞ্জ সহ ৪৮ পদক।


উল্লেখ্য,   পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতেছেন  ভারতের সুমিত আন্টিল। ৬৮ দশমিক ৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতেছেন  সুমিত। এই নিয়ে প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের। ফাইনালের মঞ্চে সুমিত চোখ ধাঁধানো পারফরম্যান্স মেলে ধরেছে। ফাইনালে তিনটি বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। প্রথম থ্রো-তে ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয়বার ছোড়ার সময় নিজের সদ্য তৈরি বিশ্বরেকর্ডকেই আরও একটু উন্নীত করেন তিনি। আর তৃতীয়বার ছোড়ার সময় ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি করে সোনা জেতেন সুমিত।


সোমবার প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েন অবনী লেখারা। মহিলা শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড করেন অবনী। ইউক্রেনের ইরিনা শেটনিকের সঙ্গে যুগ্মভাবে এই বিশ্বরেকর্ড। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন। তারপর দুরন্ত কামব্যাক করে ফাইনালে বাজিমাত অবনীর।