টোকিও: প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের যাত্রা অব্যাহত। ২টি সোনা, ৫টি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট দশটি পদক এখনও পর্যন্ত জমা হয়েছে ভারতের প্রাপ্তির ভাঁড়ারে। পদক তালিকায় ৩০ নম্বরে উঠে এসেছে ভারত।
পদক তালিকায় চিন সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ৬২টি সোনা, ৩৮টি রুপো ও ৩২টি ব্রোঞ্জ-সহ মোট ১৩২টি পদক জিতে তালিকায় শীর্ষে চিন। দু'নম্বরে থাকলেও পদক সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে গ্রেট ব্রিটেন। ২৯টি সোনা-সহ মোট ৮০টি পদক জিতেছে তারা। আরপিসি (রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটি) রয়েছে তিন নম্বরে। ২৫টি সোনা সহ মোট ৭৪টি পদক জিতেছে তারা। ২৪টি সোনা সহ ৬৩টি পদক জিতে চার নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার হাইজাম্পের টি ৪২ ফাইনালে নজর কাড়লেন ভারতের দুই অ্যাথলিট। রুপো জিতলেন মারিয়াপ্পন থঙ্গাভেলু। ব্রোঞ্জ জিতলেন শরদ কুমার।
হাইজাম্পে টি ৪২ বিভাগের ফাইনালে ১.৮৮ মিটার লাফিয়ে সোনা জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম গ্রিউ। মারিয়াপ্পন ১.৮৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন। তৃতীয় হয়েছেন শরদ কুমার। ১.৮৩ মিটার লাফিয়েছেন তিনি।
১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন সিংরাজ আদানা। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ নম্বরে থেকে ফাইনালে উঠেছিলেন তিনি। ফাইনালে সিংরাজের মোট স্কোর ছিল ২১৬.৮। তৃতীয় স্থানে শেষ করেন তিনি। ভারতের আর এক প্রতিযোগী মণিশ নারওয়াল সাত নম্বর স্থানে শেষ করেছেন।
গতকাল টোকিওয় ভারতের সোনালি দিন ছিল। প্যারালিম্পিক্সে ভারতের জোড়া সোনা। শ্যুটিংয়ে সোনা অবনী লেখারার (Avani Lekhara)। অন্যদিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন সুমিত আন্টিল (Sumit Antil)। প্যারালিম্পিক্সের ইতিহাসে এমন দিন আগে আসেনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন বছর ১৯-এর অবনী লেখারা। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ মার্ক ইভেন্টে বাজিমাত। ফাইনালে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড। কার্যত তাঁর হাত ধরেই টোকিওতে শ্যুটিংয়ে শাপমোচন।
টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা ভারতের। পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতলেন সুমিত আন্টিল। ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন সুমিত। এই নিয়ে প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের। সোনা জয়ের পর সুমিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন রাহুল গাঁধীও।