হরিয়ানা: টোকিও প্যারালিম্পিক্সে দুর্দান্ত পারফর্ম করেছেন ঘরের ছেলে। জ্যাভলিনে সোনা জিতেছেন হরিয়ানার সুমিত আন্টিল। এবার ঘরের ছেলেকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল হরিয়ানা সরকার। প্য়ারালিম্পিক্সে রেকর্ড গড়ে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন সুমিত। এরপরই তাঁকে ৬ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল হরিয়ানা সরকার।


টোকিও প্যারালিম্পিক্সে ফের সোনা ভারতের।পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতেছেন সুমিত আন্টিল। ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জেতেন সুমিত। এই নিয়ে প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের। সোনা জয়ের পর সুমিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন রাহুল গাঁধীও।


ফাইনালের মঞ্চে সুমিত চোখ ধাঁধানো পারফরম্যান্স মেলে ধরেছে। ফাইনালে তিনটি বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। প্রথম থ্রো-তে ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয়বার ছোড়ার সময় নিজের সদ্য তৈরি বিশ্বরেকর্ডকেই আরও একটু উন্নীত করেন তিনি। আর তৃতীয়বার ছোড়ার সময় ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি করে সোনা জেতেন সুমিত।


এদিকে হরিয়ানার আরেক প্যারা অ্যাথলিট যোগেশ কাথুনিয়া ডিসকাস থ্রোয়ে রুপো জিতেছেন। তাঁকেও আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার। সরকারের তরফে তাঁকে ৪ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 


অন্যদিকে এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতেছেন যোগেশ কাথুনিয়া। পুরুষদের এফ ৫৬ বিভাগে জীবনের সেরা থ্রো করেও অল্পের জন্য সোনা হাতছাড়া করেন যোগেশ কাথুনিয়া। ফাইনালে যোগেশ ৪৪.‌৩৮ মিটার দূরে ডিসকাস ছোঁড়েন। ৪৫.‌৫৯ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে সোনা জিতেছেন ব্রাজিলের বাতিস্তা ডস স্যান্টোস ক্লাউডিনে।


সোমবার শুরুটা ভাল হয়নি যোগেশের। প্রথম চেষ্টায় ফাউল করেছিলেন যোগেশ। এরপর দ্বিতীয় চেষ্টায় অবশ্য ৪২.৮৪ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। তবে তৃতীয় চেষ্টায় আরও ভাল পারফর্ম করেন এই প্যারা অ্যাথলিট। ছোঁড়েন ৪৩.‌৩৮ মিটার। ফাইনাল থ্রোতে ৪৪.‌৩৮ মিটার ডিসকাস ছুঁড়ে রুপো নিশ্চিত করেন যোগেশ। এর আগেও বিশ্বমঞ্চে সাফল্য পেয়েছেন যোগেশ। ২ বছর আগে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ।