মুম্বই: প্রয়াত হয়েছেন বিখ্যাত ক্রিকেট কোচ বাসু পরাঞ্জপে। গতকালই ৮২ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। একটা সময়ে খুব কাছ থেকে তাঁর অধীনে প্রস্তুতি সেরেছেন সচিন তেন্ডুলকর। প্রয়াত কোচের স্মৃতিচারণায় মাস্টার ব্লাস্টার। বাসু পরাঞ্জপেকে তাঁর দেখা অন্যতম সেরা কোচও মনে করেন সচিন।
সচিন প্রয়াত কোচের স্মৃতিচারণায় বলেছেন, 'আমি যে যে কোচের অধীনে খেলেছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা কোচ হলেন বাসু স্যার। ছোটবেলা থেকে উনি আমার কাছে মেন্টরের মতো ছিলেন। আমার ক্রিকেট সফরের অন্যতম অঙ্গ ছিলেন তিনি।' বাসু পরাঞ্জপের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণা করে সচিন আরও বলেন, 'সবসময় একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। অসাধাণ রসবোধ ছিল ওঁনার। অনূর্ধ্ব ১৫ ক্যাম্পের সময় একবার আমাদের যে কেয়ার টেকার ছিল, সে বাসু স্যারকে অভিযোগ করেছিলেন যে রাতে আমরা টেনিস বলে খেলি। তখন বাসু স্যার আমাদের জন্য ফিল্ডিংয়ে সেই কেয়ার টেকারকেও অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমাদের একদমই বকেননি। আরও এরকম অনেক ঘটনাই রয়েছে।'
১৯৮৭ সালে ইন্দোরের অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্যাম্পে সৌরভ, সচিনদের নিজের হাতে পরিচর্যা করেছিলেন। রাহুল দ্রাবিড়কে কিপিংয়ে বেশি মন না দিয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে পরামর্শ দিয়েছিলেন বাসু পরাঞ্জপে। সুনীল গাওস্করের কোচও ছিলেন বাসু পরাঞ্জপে। তিনিই লিটল মাস্টারকে সানি নাম দিয়েছিলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বই ও বরোদার হয়ে খেলেছিলেন বাসু পরাঞ্জপে। ১৯৫৬-১৯৭০ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। ভারতের জুনিয়র দলে যখন সচিন, কাম্বলি, সৌরভরা খেলেছিলেন, তখন দলের কোচও ছিলেন তিনি। নিজের ক্রিকেট কেরিয়ারে ৭৮৫ রান করেছেন। উইকেট নিয়েছেন ৯টি। দাদার ইউনিয়নের সদস্য ছিলেন বাসু পরাঞ্জপে। ক্রিকেট ছাড়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর ছেলেও নির্বাচকের ভূমিকা পালন করেছেন।