টোকিও: প্যারালিম্পিক্সে ভারতের রঙিন রবিবার। ভবানিবেন পটেল, নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এল বিনোদ কুমারের হাত ধরে।


পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ।


রবিবার এশীয় রেকর্ডও ভেঙে দিলেন বিনোদ। ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে বিনোদের থ্রো। তাঁর চেয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করে (১৯.৯৮ মিটার) রুপো জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার সান্দোর ভেলিমির। পোল্যান্ডের কোসেউইচ পিওতর ২০.০২ মিটার ডিসকাস ছুড়ে সোনা জিতে নিয়েছেন।


বিনোদের কৃতিত্বে উচ্ছ্বসিত রাহুল গাঁধী। তিনি ট্যুইট করেছেন, 'ভারতীয় খেলাধুলোর কাছে বড় দিন। এশীয় রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।' দীপা মালিকের ট্যুইট, 'দিনটা খুব স্পেশ্যাল। ৩০ বছর বয়সে খেলা শুরু করে ৪২ বছর বয়সে প্যারালিম্পিক্সে পদক জিতলেন বিনোদ কুমার।' ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।



রবিবার টোকিও প্যারালিম্পিক্সে স্মরণীয় দিন ভারতের। টেবিল টেনিসে ভাবিনাবেন পটেলের পর এবার হাইজাম্পে পদকল জিতলেন নিশাদ কুমার।


পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও। ১.৯৪ মিটার লাফিয়ে ব্যক্তিগত সেরা ফল করলেও ভারতের আর এক অ্যাথলিট রাম পাল হাইজাম্পে শেষ করলেন পঞ্চম স্থানে।


রবিবার হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়াদিবস। সেই দিনই দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ভাবিনা, নিশাদ ও বিনোদ।


রবিবার দিনটা শুরু হয়েছিল টেবিল টেনিসে পদক জয় দিয়ে। প্যারালিম্পিক্সে দেশের হয়ে টোকিও থেকে প্রথম সোনা আনার লক্ষ্যেই এদিন নেমেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। টেবিল টেনিসের সিঙ্গলসে ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভাবিনাবেন পটেলকে। 



দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টেবিল টেনিসে প্য়ারালিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন ভাবিনা। শনিবার ফাইনালে ওঠার পরই আনন্দে আত্মহারা হয়েছিলেন।  ফাইনালে হারের পর ভাবিনা বলেন, 'আমি একদিকে ভীষণ খুশি ছিলাম, আবার একদিকে একটু নার্ভাসও ছিলাম। তার জন্যই হয়ত আমি এদিন ঠিকভাবে খেলতে পারিনি। নিজের ১০০% দিতে পারিনি। কিছুটা হতাশ আমি। কিন্তু যা যা ভুলত্রুটি রয়েছে, তা ঠিক করে আগামী টুর্নামেন্টগুলোয় আরও ভাল ফল করার ব্যাপারে আশাবাদী আমি।'