মুম্বই: টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। কিন্তু এরপরও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে সুযোগ মেলেনি তাঁর। ভারতের হারের পর যা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনকে কেন একাদশে রাখা হল না, তার জন্য সমালোচিত হতে হচ্ছে কোচ দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকেও। এরই মাঝে এক সাক্ষাৎকারে ভারতের অভিজ্ঞ তারকা স্পিনার জানালেন যে হাঁটুর চোট কীভাবে তাঁর ক্রিকেট কেরিয়ারে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত বছর বাংলাদেশ সিরিজ খেলে ফেরার পর নাকি ভেবেও নিয়েছিলেন যে ক্রিকেট আর বেশিদিন খেলতে পারবেন না। অশ্বিন বলছেন, ''গত বছর বাংলাদেশ সফর থেকে ফিরে আসার পরেই হাঁটুর যন্ত্রণা মারাত্মক বেড়েছিল। যন্ত্রণার তীব্রতা এতটাই ছিল যে, আমি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবে ফেলেছিলাম। সেটা একদিন প্রীতিকে জানিয়েও দিয়েছিলাম। স্ত্রীকে বলেছিলাম যে, এই অস্ট্রেলিয়া সিরিজই হয়তো শেষ সিরিজ হতে চলেছে আমার।''


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের বর্ডার-গাওস্কর সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন। নিজের অ্যাকশনও বদলে ফেলেছিলেন অশ্বিন। তামিলনাড়ুর এই ক্রিকেটার বলেন, ''বাংলাদেশের বিরুদ্ধে যখন দ্বিতীয় টেস্ট চলছিল, সেই সময়েই আমি ব্যথা অনুভব করি। হাঁটু ফুলে গিয়েছিল। তখনই ঠিক করে ফেলেছিলাম, ২০১৩-১৪ সালে আমার বোলিং অ্যাকশন যে রকম ছিল, সেরকম বোলিং অ্যাকশনেই ফেরা উচিত।''


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ পাননি। ইংল্য়ান্ড থেকে ফেরার পরই অবশ্য নিজেকে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে নিয়ে গিয়েছেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলছেন অশ্বিন। সেখানে এক ম্যাচে একটি ওভারে মেডেন সহ উইকেটও তুলে নিয়েছেন। 


টেস্টে ফিরতে পারেন হার্দিক?


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Test Championship Final) অসহায় আত্মসমর্পণ। সমালোচনার ঝড়় উঠেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team) নিয়ে। একাদশ বাছাই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই যে সফর শুরু হতে চলেছে। সূত্রের খবর, সেই সফরে সাদা পোশাকে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর যাত্রা শুরু করছে ভারতীয় দল। তাই নতুন মুখকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। সেক্ষেত্রে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পথেও হাঁটতে পারে তারা। হার্দিকের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। আর তাঁর বয়সও তিরিশের কোটায়। ফলে বঢোদরার অলরাউন্ডারকে ফেরানোর ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।