বাহানাগা : অভিশপ্ত ২-রা জুন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মৃত্যু মিছিল। দুর্ঘটনার অভিঘাতে মৃত পরিজনদের শনাক্তকরণ পর্যন্ত কঠিন হয়ে পড়েছে স্বজনহারাদের পক্ষে। ছবি হাতে হাসপাতালে-মর্গে ঘুরেছেন তাঁরা। এখনও পর্যন্ত বহু লাশও শনাক্ত করা যায়নি। মৃতদেহ এখনও পড়ে রয়েছে। কোনও কোনও দেহ এতটাই বিকৃত যে চেনা যায়নি। বহু পরিবার পরিজন মৃতের স্তূপ থেকে খুঁজে বের করতে পারেননি নিজের পরিবারের মানুষটিকে। এই পরিস্থিতিতে বাহানাগা বাজার (বালাসোর) ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের সব  আত্মীয়দের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেলওয়ে। তারা জানাল, যদি কেউ মৃতদেহ দাবি করতে চান তাহলে প্রমাণ স্বরূপ জমা দিক ডিএমএ-র নমুনা। কারণ কোনও কোনও দেহ এতটাই বিকৃত যা ছবি দেখে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া একই দেহ নিয়ে একাধিক পরিবারের দাবি করার ঘটনাও ঘটেছে। 


বাহানাগা বাজার (বালাসোর) ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের সকল আত্মীয়/নিকট আত্মীয়দের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি


ভারতীয় রেলওয়ের তরফ থেকে বাহানাগা বাজার, বালাসোরে  ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করোমণ্ডল এক্সপ্রেস এবং ১২৮৬৪ এসএমভিবি-হাওড়া এক্সপ্রেস-এর সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের সব আত্মীয়দের অনুরোধ করা হয়, যে চিহ্নিত না হওয়া মৃতদেহ দাবি করার জন্য নিজেদের পরিচয় এবং মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক প্রমাণ করার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের ডিএনএ নমুনা দান করতে ।

এই নমুনা জমা দিতে হবে অ্যাকাডেমিক ব্লক (কমিটি রুম), AIIMS, ভুবনেশ্বরে। যোগাযোগ করতে হবে 139 ফোন নম্বরে। এটি ভারতীয় রেলওয়ে হেল্পলাইন নম্বর । 

এছাড়া কতকগুলি যোগাযোগোর নম্বরও ভাগ করে নিয়েছে পূর্ব রেলওয়ে । 


শ্রী দিগম্বর পাধি, অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার - মোবাইল: ৮৪৫৫887604


শ্রী বিশ্বনাথ পাধি, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার, মোবাইল: ৮৪৫5885967


শ্রী বি. তপন কুমার, পাবলিক রিলেশনস্ অফিসার, মোবাইল: ৮৪৫5885040


শ্রী বিকাশ কুমার, পাবলিক রিলেশনস্ অফিসার, মোবাইল: ৮৪৫5885041 


ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে সহায়তাঃ 0674-2534027


ইস্ট কোস্ট রেলওয়ে কন্ট্রোল রুমে সহায়তা, ভুবনেশ্বর – ৮৪৫৫৮৮৫৯৯৯ এবং খুর্দা রোড – 8455887999 


 



ওড়িশার বালেশ্বরে হাড়হিম করা ট্রেন দুর্ঘটনা। এখনও শুকায়নি ক্ষত। পড়ে থাকা দেহর সংখ্যাই বলে দিচ্ছে, কত মানুষের পরিবার প্রিয়জনের শেষটুকুও দেখতে পারেননি। কত জলজ্যান্ত মানুষ শুধু একটা দেহ হয়ে ফিরে গিয়েছেন ঘরে। কতজনের শেষ ফেরাটুকুও অনিশ্চিত। দেহ তাদের এতটাই বিকৃত। এবার ডিএনএ নমুনা কি পারবে, সঠিক পরিবারের হাতে সঠিক দেহ পৌঁছে দিতে ?