কলকাতা: করোনা আক্রান্ত হলেন কে এল রাহুল (KL Rahul)। তাঁর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলা অনিশ্চিত। শুক্রবার শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) ওয়ান ডে সিরিজ। সারাদিন খেলার দুনিয়ার কোথায় কী হল, জেনে নিন এক ঝলকে।
করোনার থাবা
চোট সারিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরার কথা ছিল তাঁর। টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তার আগেই বড় ধাক্কা। করোনা আক্রান্ত হলেন কে এল রাহুল (KL Rahul)।
অনিশ্চিত জাডেজা?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে ফের উদ্বেগে ভারতীয় শিবির। সূত্রের খবর, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) চোটের জন্য গোটা ওয়ান ডে সিরিজে নাও খেলতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার। ভারতীয় শিবিরের খবর, সেই ম্যাচে অনিশ্চিত জাডেজা। তাঁর হাঁটুতে চোট রয়েছে বলে ভারতীয় দলের অসমর্থিত একটি সূত্র থেকে জানা গিয়েছে। সেই সঙ্গে এও জানা যাচ্ছে যে, গোটা ওয়ান ডে সিরিজেই বিশ্রাম দেওয়া হতে পারে সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে।
মরুদেশে এশিয়া কাপ
শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ এবার হচ্ছে না। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও মোটামুটি এই খবরে সিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেই (UAE) হতে চলেছে আসন্ন এশিয়া কাপ (Asia Cup)। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) এই প্রসঙ্গে বলেন, ''একমাত্র সংযুক্ত আরব আমিরশাহি এমন জায়গা, যেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। নইলে বছরের মাঝামাঝি সময়ে উপমহাদেশের সব প্রান্তেই বৃষ্টি হয়। কিন্তু ওই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই আমিরশাহিতেই টুর্নামেন্ট আয়োজন করা হবে।''
সৌরভদের ভবিষ্যৎ নির্ধারণ ২৮ জুলাই?
ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের (Sourav Ganguly and Jay Shah) ভবিষ্যৎ কী? জানতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বোর্ড। দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার জানিয়ে দিল, এ ব্যাপারে শুনানি হবে ২৮ জুলাই। অর্থাৎ আগামী বৃহস্পতিবার।
লোঢা কমিটির সুপারিশ মেনে বোর্ডের সংবিধান সংশোধিত হয়েছিল। কিন্তু সংশোধিত সংবিধান থেকে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড সরিয়ে দেওয়ার আবেদন করেছে বোর্ড। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৮ জুলাই পরবর্তী শুনানি। তার আগে সুপ্রিম কোর্টের তরফে অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব দেওয়া হল আইনজীবী মনীন্দর সিংহকে। ২৮ জুলাই হয়তো ঠিক হয়ে যাবে, বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা পদে থাকতে পারবেন কি না।
এক বছরে সাত অধিনায়ক
এই ঘটনা অবশ্য অভিনব নয়। এর আগেও চোট, ঠাসা ক্রীড়়াসূচির কারণে কোনও দলের নিয়মিত অধিনায়ক খেলতে না পারলে অন্য কাউকে কোনও একটি সিরিজের জন্য নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। খারাপ ফর্মের জন্য অধিনায়ক ছাঁটাই করে কাউকে নতুন অধিনায়ক করা হয়েছে, সেই ঘটনাও বেনজির নয়। কিন্তু এক ক্যালেন্ডার বর্ষে সাতজনকে অধিনায়ক করার ঘটনা নজিরবিহীনই।
চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে পিঠের চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর নেতৃত্ব ছাড়েন কোহলি। তাঁর পরিবর্তে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করা হয় রোহিতকে। কিন্তু রোহিতের চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেন রাহুল।
এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন রোহিত। কিন্তু আইপিএলের পর রোহিত ও রাহুল দুজনেরই চোট থাকায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হন ঋষভ পন্থ। তারপর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন হার্দিক পাণ্ড্য। কার্যত একই সময়ে হওয়া এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক ছিলেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে রোহিত ফের নেতৃত্বে ফেরেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়ায় অধিনায়কত্ব করবেন শিখর ধবন।
আরও পড়ুন: ক্যারিবিয়ান পরীক্ষার জন্য তৈরি দল, তুরুপের তাস তরুণরা, জানালেন আত্মবিশ্বাসী ধবন