কলকাতা: ছোটপর্দা, সিনেমা, ওয়েব সিরিজ আর তারপর মিউজিক ভিডিও, একের পর এক নতুন দুনিয়ায় পা রাখছেন তিনি। লন্ডন থেকে ফিরে এসেই পরীক্ষা, তারপর একের পর এক ছবির প্রচার সামলানো, টেলিপাড়ার সেই কিশোরী কখন যে দশভূজা হয়ে সামলে চলেছেন সবটা, তা বুঝে উঠতে পারেন না অনেকেই। কিন্তু তিনি সবটা বুঝছেন.. চরিত্র, চিত্রনাট্য, অভিনয়.. ভালো গল্প আর অভিনয়ের সুযোগ বিচার করে তবেই কাজ করছেন তিনি। একেবারে পাকা অভিনেত্রীর মতোই। দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এবার তাঁকে দেখা যাবে মিউজিক ভিডিওতে।
এসভিএফ মিউজিক (SVF Music)-এর সৌজন্যে প্রথমবার মিউজিক ভিডিওতে দিতিপ্রিয়াকে দেখবেন অনুরাগীরা। তাঁর বিপরীতে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-কে। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে মিউজিক ভিডিওর ফার্স্ট লুক।
গানটিতে নতুনত্বের ছোঁয়া দিয়েছেন অরিন্দম। মাহতিম সাকিবের গলায় শোনা যাবে 'দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা'। প্রথম লুক প্রকাশ পেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি মুক্তির দিন নিয়ে। এসভিএফের ইউটিউব মিউজিক চ্যানেল ও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই গান।
প্রথম মিউজিক ভিডিও নিয়ে কতটা উচ্ছসিত দিতিপ্রিয়া? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে ফোনের ওপার থেকে স্বভাবচিত ঝলমলে দিতিপ্রিয়া। বললেন, 'আমি পাঠভবনের ছাত্রী, ছোটবেলা থেকেই এই গানটা শুনেছি। 'দেখেছি রূপসাগরে মনের মানুষ'। সেই গানেই আমার প্রথম মিউজিক ভিডিও। পুরনো সেই গানটাকে ফের একবার নতুন মোড়কে ফিরিয়ে আনার চেষ্টা। আর হ্যাঁ, এসভিফের সঙ্গে আগেও কাজ করেছি তবে প্রথম মিউজিক ভিডিও অবশ্যই একটু বিশেষ।'
আরও পড়ুন: Shimanto: ২ সেপ্টেম্বর বড়পর্দায় কাঁটাতারে ঘেরা রোমাঞ্চ গল্প নিয়ে আসছেন পায়েল-রণজয়-সাহেব
দুজনেই ছোটপর্দার অভিনয় করেছেন, তবে দিব্যজ্যোতির সঙ্গে আগে কাজ করেননি দিতিপ্রিয়া। তাতে থোড়াই কেয়ার। দিতিপ্রিয়া স্বভাবচিতই মিশুকে। বললেন, 'দিব্যজ্যোতি আর আমি এক ফ্লোরেই কাজ করতাম। ফলে আলাপ, বন্ধুত্ব আগে থেকেই ছিল। এই কাজটা করতে গিয়ে সেটা আরও গাঢ় হল বৈকি।'
প্রেমের গানে কী দিব্যজ্যোতির সঙ্গে প্রেম করতে হল? হেসে দিতিপ্রিয়া বললেন, 'এই গানের প্রেমটা খুব অদ্ভুত, অনেকটা বন্ধুত্বের মতো আর নস্ট্যালজিয়া মাখা। প্রথম দেখাতেও অনেক সময় প্রেম হয় আর সেই মানুষটা মনে থেকে যায় চিরদিন। এই গল্পটার সঙ্গে সবাই নিজেদের মিল খুঁজে পাবে।'
শেষে দিতিপ্রিয়ার বার্তা, 'কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে সময় নষ্ট না করতে, কাছের মানুষগুলোর সঙ্গে আরও একটু বেঁধে বেঁধে থাকতে। অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। তাই.. 'একবার ধরতে পারলে মনের মানুষ/চলে যেতে আর দিও না''।