কলকাতা: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনের ফাইনালে রবিবার সকালে নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের ড্রেসিংরুমে হাজির ব্রায়ান লারা (Brian Lara)। খেলার মাঠের সারা দিনের সব খবর এক ঝলকে।


নীরজের লড়াই


টোকিও অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিলেন। জ্যাভলিন থ্রোয়ে দেশকে এনে দিয়েছিলেন স্বর্ণপদক। ফের কি বিশ্বমঞ্চে সোনালি মুহূর্ত উপহার দিতে চলেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)?


বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের পদকজয়ের স্বপ্ন দেখাচ্ছেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Championships) নেমে প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছেন হরিয়ানার অ্যাথলিট। রবিবার ওরেগনের ইউজিনে জ্যাভলিনের ফাইনালে সোনা জেতার লক্ষ্য নিয়েই নামবেন নীরজ। ভারতের দ্বিতীয় অ্যাথলিট এবং প্রথম পুরুষ অ্যাথলিট হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে পদক জেতার সুযোগ রয়েছে নীরজের সামনে।


বার্মিংহ্যামে সস্ত্রীক সৌরভ


তাঁদের প্রেম, বাড়ির অমতে, গোপনে রেজিস্ট্রি, তারপর সাত পাকে বাঁধা পড়, সবটাই অনেকটা রূপকথার মতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সম্পর্কের রসায়ন যেন আরও দৃঢ় হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বার্মিংহ্যামের রাস্তায় দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


শনিবার ডোনা তাঁর ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেছেন। দুটোই সৌরভের তোলা সেলফি। ক্যাপশনে লিখেছেন, 'বার্মিংহ্যামে দারুণ একটা দিন কাটল'। দুজনকেই ছবিতে খোশমেজাজে দেখা গিয়েছে। সৌরভের পরনে হাল্কা হলুদ রংয়ের টি শার্ট। তার ওপরে লাল পুল ওভার। ডোনা পরেচিলেন নীল-সাদা কুর্তি। তার ওপর ধূসর রংয়ের সোয়েটার। ভক্তরা দুজনকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত।


আফ্রিদিদের সঙ্গে ম্যাচ বাংলার!


নামিবিয়ার মাটিতে হতে পারে ধুন্ধুমার লড়াই। যেখানে একদিকে হয়তো শাহবাজ আমেদ, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও তাঁর সহযোদ্ধারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কার্যত ভারত-পাক মিনি যুদ্ধ হতে পারে বাইশ গজে।


কীভাবে? কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে নামিবিয়ার মাটিতে আয়োজিত হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে থাকছে নামিবিয়া। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমন্ত্রিত হিসাবে সেই টুর্নামেন্টে খেলবে বাংলা দলও। যে খবর বুধবার প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে। আর শনিবারের খবর হচ্ছে, সেই টুর্নামেন্টে খেলার জন্য রাজি হয়েছে পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল লাহৌর কলন্দরস। যে দলের অধিনায়ক, পাকিস্তান দলের অন্যতম সেরা পেস অস্ত্র শাহিন শাহ আফ্রিদি।


জানা গিয়েছে, চতুর্থ দল হিসাবে টুর্নামেন্টে অংশ নিতে পারে দক্ষিণ আফ্রিকার কোনও দল।


লারার পর স্যাম


সাল ১৯৯৪। কাউন্টি ক্রিকেটে রেকর্ড ৫০১ রান করেছিলেন ব্রায়ান লারা (Brian Lara)। সেই ঘটনার ২৮ বছর পর ফের কোনও ব্যাটার কাউন্টি ক্রিকেটে চারশো পেরলেন। তিনি স্যাম নর্থইস্ট (Sam Northeast) ।


কাউন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন স্যাম নর্থইস্ট। লেস্টারশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে গ্ল্যামারগনের হয়ে একাই করলেন ৪০০ রান। সেই সুবাদে একসঙ্গে একাধিক ফার্স্ট ক্লাস রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটার।


লেস্টারের ৫৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে গ্ল্যামারগন তাদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়েছে। তারা ৫ উইকেটের বিনিময়ে ৭৯৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। নর্থইস্ট ৪১০ রান করে অপরাজিত থাকেন। ৪৫০ বলের ইনিংসে তিনি ৪৫টি চার ও ৩টি ছক্কা মারেন।


অতিথি লারা


তাঁরা দুজনই কিংবদন্তি। একজনকে বলা হয় বাঁহাতি ব্যাটারদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা। অন্যজন ব্যাট হাতে দলের রক্ষাকর্তা হয়ে এতবার লড়াই করেছেন যে, ক্রিকেটবিশ্বে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল 'দ্য ওয়াল'। ভারতীয় ক্রিকেট মহলে তাঁর খ্যাতি মিস্টার ডিপেন্ডেবল নামেও।


পোর্ট অফ স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) প্রথম ওয়ান ডে ম্যাচের দিনই কুইন্স পার্ক ওভালে দেখা হয়ে গেল সেই ব্রায়ান লারা (Brian Lara) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। দুজনের ছবি পোস্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে ক্যাপশনে লেখা, 'এক ফ্রেমে দুই কিংবদন্তি'। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের পর ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন লারা।


আরও পড়ুন: 'ওয়াল'-এ বাধাপ্রাপ্ত 'চিন মিউজিক', ২২ বছর পরে অজিভূমে জয়ের নায়ক দ্রাবিড়