সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ চললেও, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এখন থেকেই আগামী মাসে ভারত সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অধিনায়ক স্টিভ স্মিথ ও কোচ ড্যারেন লেম্যানের পর এবার স্পিনার নাথান লিঁয়র মন্তব্যেও সেটা বোঝা গেল।
অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে আসন্ন ভারত সফর প্রসঙ্গে লিঁয় লিখেছেন, ‘ভারত সফর একজন ক্রিকেটারের কাছে শারীরিক ও মানসিক পরীক্ষা। দক্ষতা ও সহনশীলতার প্রতিটি দিক অনুবীক্ষণ যন্ত্রের নীচে থাকে। ভারতের মাটিতে সফল হলে সেই দলকে বিশ্বমানের বলা যায়। আমরা সেটাই করতে চাই।’
২৩ ফেব্রুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্টের সিরিজ শুরু হচ্ছে। ২০১৩ সালে শেষবার ভারত সফরে চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ডের কথা মাথায় রেখে লিঁয় লিখেছেন, ‘সাম্প্রতিক ইতিহাস বলছে, গত ১০ বছরে ঘরের মাঠে ৪৯টি টেস্টের মধ্যে মাত্র চারটিতে হেরেছে ভারত। দুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং দুটি ইংল্যান্ডের বিরুদ্ধে। অধিনায়ক স্টিভ স্মিথ ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলছেন। ভারতের মানিয়ে রান করা এবং উইকেট নেওয়ার জন্য আমাদের হয়তো প্রথাবিরুদ্ধ ক্রিকেট খেলতে হবে।’
লিঁয়র মতে, ভারতের ব্যাটসম্যানরাই সবচেয়ে ভাল স্পিন খেলতে পারেন। সেই কারণেই ভারতে স্পিন-সহায়ক পিচ হলেও, তাঁদের ধৈর্য ধরতে হবে। উইকেটের চরিত্র বুঝে মানিয়ে নেওয়াই আসল।
এলেম কতদূর, পরীক্ষা ভারত সফরেই, মত নাথান লিঁয়র
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2017 06:28 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -