সিডনি: একজন আন্তর্জাতিক ক্রিকেট (One Day Cricket) থেকে অবসর নিয়ে নিয়েছেন। দ্বিতীয় জন শেষবার দেশের জার্সিতে খেলেছেন গত বছর নভেম্বরে। প্রথম জন অ্যারন ফিঞ্চ (Aaron Finch), দ্বিতীয় জন ভুবনেশ্বর কুমার (Bhuvneswar Kumar)। আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন। আর সেই স্মৃতিই উসকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক জানিয়ে দিলেন যে ভারতের অভিজ্ঞ পেসারের বিরুদ্ধে কতটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ফিঞ্চকে। স্যুইং খেলতে বারবার সমস্যায় পড়তে হয়েছিল ফিঞ্চকে। আর সেই প্রসঙ্গই টেনে এনেছেন তিনি। 


ট্যুইটারে এক ভক্ত ফিঞ্চকে প্রশ্ন করেছিলেন যে, ভুবির বিরুদ্ধে আপনাকে এতবার সমস্যায় পড়তে হয়েছে। তার কারণ বলতে পারবেন? আপনার পা কি একটু আড়াআড়ি চলে যেত?'' তাঁর উত্তরে ফিঞ্চ বলেন, ''প্রায় ১৫ বছর ধরে এই বিষয়টা যাতে বন্ধ হয়, তার চেষ্টা করে যাচ্ছি।''  


 উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমার ওয়ান ডে ফর্ম্যাটে মোট ৪ বার ও মোট ৭বার ফিঞ্চকে আউট করেছেন। তার মধ্যে ২০১৯ সালেই একটি সিরিজে টানা চারবার ফিঞ্চকে ফিরিয়েছিলেন তারকা ডানহাতি পেসার। 


ভুবি এখনও অবসর ঘোষণা করেননি। যদিও চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়েছেন ফিঞ্চ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলের অধিনায়ক ছিলেন ফিঞ্চ। ওয়ান ডে ফর্ম্যাটে গত বছরই অবসর নিয়েছিলেন ডানহাতি বিস্ফোরক এই অজি ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুটো সর্বােচ্চ রান সংগ্রাহকও ফিঞ্চ নিজেই। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন তিনি। এর আগে ২০১৩ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন ফিঞ্চ। 


বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে শাকিব


তামিম ইকবাল নেতৃত্ব নিয়ে আগ্রহী নন। একবার অবসর ঘোষণা করেও ফিরে এসেছেন। তবে এশিয়া কাপে খেলবেন না। তাঁর পিঠে চোট রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বে ফের শাকিব আল হাসান (Shakib Al Hasan)।  আসন্ন এশিয়া কাপ ও পরে ভারতের মাটিতে বিশ্বকাপেও বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শাকিব।


শাকিব এমন একটা সময়ে দলের দায়িত্ব নিলেন, যখন বাংলাদেশের সামনে একাধিক পরীক্ষা। এশিয়া কাপ রয়েছে। সেপ্টেম্বরে রয়েছে ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। তারপরই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় নিজের বাড়িতে আচমকা একটি সাংবাদিক বৈঠক ডেকে এই ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান।