কলকাতা: হকি (Hockey) খেলাকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র ময়দান। মহমেডান মাঠের পর এবার অশান্তি ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে। একটি গোলকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। বচসা বাড়তে বাড়তে তা মারামারিতে গড়ায়। হকি স্টিকের আঘাতে ইস্টবেঙ্গল ক্লাবের এর দুই সদস্য গুরুতর আহত হন। খবর অনুযায়ী, তিলক দে এবং অনুপ দে নামক ওই দু'জন ইস্টবেঙ্গল সদস্যের মাথায় আঘাত লেগেছে।


আহত দুই সদস্যকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। দুই সদস্যের মধ্য়ে তিলক দের অবস্থা বেশ আশঙ্কাজনক। লাল হলুদ ক্লাবের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রসঙ্গত, এই ঘটনা কিন্তু প্রথম নয়। সদ্যই ইস্টবেঙ্গল-মহামেডানের ডার্বি ঘিরেও মহামেডান মাঠে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল।


রবিবার ১৯ ফেব্রুয়ারি কলকাতার দুই বড় দল হকির ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ঘিরেই উত্তেজনা ছড়ায়। সেই ম্যাচেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে গ্যালারি থেকে মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল কর্তাদের কটূক্তি করার অভিযোগ করা হয়। সবুজ মেরুন সমর্থকরা ইটও ছোড়েন বলেন অভিযোগ। 


শনিবার ফুটবল ডার্বি


শনিবার ভারতীয় ফুটবলের মহারণ। আইএসএলে (ISL) মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান (ATK MB) ও ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যত এগিয়ে আসছে কলকাতা ডার্বি, তত শহরের তাপমাত্রাও যেন বাড়ছে। ম্যাচের অনলাইন টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে কাউন্টারের টিকিটও বিক্রি শুরু হয়ে গেল। টিকিটের চাহিদা তুঙ্গে। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বিতে গ্যালারিতে সাড়ে বাষট্টি হাজার দর্শক উপস্থিত ছিলেন। এ বার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। 


ডার্বিতে নামার আগের ম্যাচে দুই দলই দুর্দান্ত জয় পেয়েছে। ইস্টবেঙ্গল এফসি হারিয়েছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে এবং এটিকে মোহনবাগান হারিয়েছে কেরল ব্লাস্টার্স এফসি-কে। ফলে দুই দলই এখন ছন্দে রয়েছে। ফিরতি ডার্বিতে একে অপরের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য মরিয়া। ইস্টবেঙ্গলের কাছে এটা বরাবরের মতোই মর্যাদার লড়াই। টানা সাতটি মুখোমুখি লড়াইয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে। অন্যদিকে এটিকে মোহনবাগানের কাছে শুধু চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বজায় রাখার লড়াই নয়, তিন নম্বরে থেকে প্লে অফের প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলার চ্যালেঞ্জও। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে তবেই তা সম্ভব হবে। তাই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।


আরও পড়ুন: বিশ্বজয়ীর অবসর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রামোস