নয়াদিল্লি: সোমবার অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপের ম্যাচে হারলেও ভারতের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ কলম্বিয়ার কোচ। ২-১ গোলে ভারতকে হারানোর পর টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ কলম্বিয়ার কোচ অরল্যান্ডো রেস্ট্রেপো। টিম কলম্বিয়ার হেডস্যার বলছেন, ভারত দারুন খেলেছে। ভারতীয় দলের ফুটবলারদের প্রতি আমার শুভেচ্ছা। ওদের ডিফেন্ডাররা খুবই সংগঠিত। আমরা তখন বুঝেছিলাম, আমাদের গোল করার সুযোগ পেতে ধৈর্য্য ধরতে হবে।
গ্রুপ এ-র ম্যাচে জুয়ান পেনালোজার গোলে কলম্বিয়া প্রথমে এগিয়ে গেলেও কর্নার থেকে জিকসনের দুর্দান্ত হেডারে তার জবাব দেয় মাতোসের ছেলেরা। ফিফা বিশ্বকাপে ভারতের এটাই প্রথম গোল। গোল করে ইতিহাসের খাতায় নাম তুলে ফেলেছে জিকসন সিংহ থৌওনাওজাম।যদিও, লড়াইয়ে ফেরার আনন্দ শেষ করে দেয় পেনালোজার দ্বিতীয় গোল। ২-১ গোলে জয় কলম্বিয়ার।
কোন কোন ভারতীয় ফুটবলার নজর কেড়েছেন? রেস্ট্রেপো বলছেন, সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ার আলি ও নমিত দেশপাণ্ডে অসাধারণ ফুটবল খেলেছে। ভারতের ডিফেন্ডাররা সংগঠিত ফুটবল খেলেছে।
এদিকে, বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম গোলটি করে যিনি ইতিহাস গড়েছেন, সেই জিকসন সিংহ কিন্তু, রীতিমত হতাশ। তাঁর মতে, ম্যাচটা ভারতেরই জেতা উচিত ছিল। জিকসন বলছেন, গোল করার পর সুখের সপ্তম স্বর্গে ভাসছিলাম।
তিনি বলেছেন, ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু, এই ম্যাচ আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। আন্তর্জাতিক ফুটবল সম্পর্কে অনেক শিক্ষা দিয়ে গেল।
ভারতের পরবর্তী প্রতিপক্ষ ঘানা। প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে গিয়েছিল মাতোসের দল।
সংগঠিত ফুটবল খেলেছে ভারত, প্রশংসা কলম্বিয়ার কোচের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2017 07:10 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -