নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময় বয়স নিয়ে জালিয়াতি করার অভিযোগে রঞ্জি ট্রফি থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হল দিল্লির বাঁ হাতি ওপেনার মনজ্যোৎ কালরা। দিল্লির সিনিয়র দলের সহ-অধিনায়ক নীতীশ রানার বিরুদ্ধে একই অভিযোগ উঠলেও, তাঁকে আপাতত রেহাই দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত আরও নথি চাওয়া হয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অপর এক তারকা শিবম মাভির বিরুদ্ধেও বয়স নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। তিনি উত্তরপ্রদেশের সিনিয়র দলের হয়ে খেলায় অভিযোগের বিষয়টি বিচারের জন্য বিসিসিআই-এর কাছে পাঠিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার বিদায়ী ওম্বাডসম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বদর দুরেজ আহমেদ।
বিসিসিআই-এর কাছে যে তথ্য রয়েছে, সেটা অনুযায়ী কালরার বয়স ২০ বছর ৩৫১ দিন। গত সপ্তাহে দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সি কে নাইডু ট্রফিতে বাংলার বিরুদ্ধে খেলেন তিনি। সেই ম্যাচে ৮০ রানও করেন এই ওপেনার। শিখর ধবনের বদলে রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু নির্বাসিত হওয়ায় তিনি আর সেই সুযোগ পাচ্ছেন না।
বয়স সংক্রান্ত জালিয়াতির অভিযোগ, এক বছর নির্বাসিত মনজ্যোৎ কালরা
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2020 12:14 PM (IST)
দিল্লির সিনিয়র দলের সহ-অধিনায়ক নীতীশ রানার বিরুদ্ধে একই অভিযোগ উঠলেও, তাঁকে আপাতত রেহাই দেওয়া হয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -