কলকাতা: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়লেন বাংলার অমৃত রাজ উপাধ্যায় ও রবি কুমার। জুনিয়র নির্বাচক কমিটি (Junior Selection Committee ) ২০ সদস্যের যে অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) দল বাছাই করেছে, সেই দলে সুযোগ পেয়েছেন এই ২ বাংলার তরুণ ক্রিকেটার। আগামী ২৩ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।
অমৃত বাঁহাতি স্পিনার ও রবি বাঁহাতি মিডিয়াম পেসার। কিছুদিন আগেই ইডেনে হয়ে যাওয়া তিন দলের টুর্নামেন্টে খেলেছিলেন ২ জন। সেই টুর্নামেন্টে ভাল খেলার পুরস্কার পেলেন অমৃত ও রবি। নির্বাচন কমিটির তরফে ২৫ সদস্যের একটি টিম ঘোষণা করা হয়েছে, যাঁরা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ১১-১৯ ডিসেম্বর পর্যন্ত হওয়া ক্যাম্পে অংশ নেবেন।
এদিকে জাতীয় দলের ডাক পাওয়ার পর রবি বলছে, ''আমি ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত। খুব খুশি আমি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার থেকে সেরা আর কিছু হতে পারে না। স্বপ্ন সত্যি হল আমার। প্রথমবার দেশের হয়ে খেলার সুযোগ পেলাম। সিএবিকে ধন্যবাদ জানাতে চাই। আমার কোচ, সাপাের্ট স্টাফ সবার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ আমি।'' একই খুশি ঝড়ে পড়ল অমৃতের গলাতেও। সে বলছে, ''প্রস্তুতিতে কোনও খামতি রাখিনি কখনও। নিজের সবটুকু দিয়েছিলাম। সিএবিকে ধন্যবাদ জানাতে চাই। আমার কোচ, অনূর্ধ্ব ১৯ বাংলা দলের কোচ দেবাং গাঁধীর প্রতিও কৃতজ্ঞ আমি।''
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ''২ তরুণ ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে চাই সিএবির তরফে। আমরা আশাবাদী যে ওঁরা সুযোগটা কাজে লাগাবে। সিএবির তরফে আমরা সবসময় নতুন, তরুণ ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই নির্বাচনই বলে দিচ্ছে যে আমরা সঠিক দিকেই এগােচ্ছি।''
আরও পড়ুন: রুট, মালানের অপরাজিত অর্ধশতরানে গাব্বায় কামব্যাক ইংল্য়ান্ডের