# ম্যান অফ দ্য সিরিজ শুভমান গিল।
# অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ভারত। এ নিয়ে চতুর্থবার। ১১ ওভার বাকি থাকতে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। মনজোতের রান ১০১, হার্ভিকের ৪৭।
# সেঞ্চুরি করলেন মনজোত কালরা।
# ভারতের রান ২ উইকেটে ২১৪।
# ভারতের রান ২৮ ওভারে ২ উইকেটে ১৫৬। ব্যাট করছেন মনজোত কালরা ও হার্ভিক দেশাই।
# ভারতের রান ২৫ ওভারে ২ উইকেটে ১৪৪।
# ভারতের পড়ল দ্বিতীয় উইকেট। শুভমান গিল আউট ৩১ রান করে। এখনও মোট রান ১৩১।
# ভারত ১৮ ওভারে ১ উইকেটে ১১৬, জিততে দরকার ১০১
# ১৬ ওভারে ১ উইকেটে ১০৩ ভারতের। ব্যাট করছেন মনজোত কালরা ৪২ বলে ৪৪, শুভমান গিল ১৪ বলে ২০।
# ১৩ ওভারে ১ উইকেটে ৮৬ ভারতের। আউট হয়েছেন পৃথ্বী শ।
# ভারত ১১ ওভারে ৭০।
# ভারত ৭ ওভারে ৩৭।
# ভারত ৫ ওভারে ৩১।
# খেলা ফের শুরু হয়েছে। ভারত বিনা উইকেটে ২৬।
# বৃষ্টির জন্য আপাতত বন্ধ রয়েছে খেলা।
# ব্যাট করতে নেমে ভারত ৪ ওভারে ২৩। ব্যাট করছেন পৃথ্বী শ ও মনজোত কালরা।
# ঈশান, শিবা, নাগরকোটি ও অনুকূল পেয়েছেন ২টি করে উইকেট।
# ২১৬ রানে শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ উইকেটটি নিলেন শিবম মাভি।
# ২১৬ রানে পড়ল নবম উইকেট। এবার রান আউট।
# অস্ট্রেলিয়ার ৮ উইকেটের পতন। এবার উইকেট পেলেন নাগরকোটি।
# পড়ল ৭ উইকেট। উইকেট পেলেন অনুকূল রায়, আউট করলেন জোনাথন মার্লোকে।
# আউট! ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া। এবারও উইকেট নিলেন শিবা সিংহ।
# আরও একটি উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। উইকেট নিয়েছেন শিবা সিংহ।
নিউজিল্যান্ডে ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়েছে অস্ট্রেলিয়া। ২টি পেয়েছেন বাংলার ছেলে ঈশান পোড়েল।
২৫ ওভারের শেষে অসিদের রান একটু ভদ্রস্থ- তারা ১৫০ টপকেছে।
টসে জিতে ব্যাট করতে নেমে ৩২ রানে অস্ট্রেলিয়া হারায় তাদের প্রথম উইকেট। প্রথম দিকে ঠিকঠাকই খেলছিল তারা কিন্তু ৫ ওভারের পর নড়বড়ে হয়ে যায়।
প্রথম উইকেট খোয়ানোর অল্প সময়ের মধ্যেই আরও দুটি উইকেট পড়ে যায় তাদের।
ইশান ছাড়া বাকি দুটি উইকেট পেয়েছেন ঝাড়খণ্ডের হয়ে খেলা আর এক বাঙালি অনুকূল রায় ও কমলেশ নাগরকোটি।
আজকের ম্যাচ জিতলে ভারত ৪ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী হবে।