কুইনসটাউন: ভারতের বাংলাদেশ কাঁটা। সেই অপবাদ ঘুচিয়ে, ১৩১ রানে প্রতিবেশী দেশকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। শুক্রবার নিউজিল্যান্ডের কুইনসটাউনে বিশাল মার্জিনে বাংলাদেশকে গুঁড়িয়ে দেয় ভারত।
এবার ফাইনালে পৌঁছতে আগামী ৩০ জানুয়ারি পাকিস্তানের মুখোমুখি হতে হবে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে। কোয়ার্টার ফাইনালে পেসার শিবাম মাভি এবং কমলেশ নাগারকোটির অসাধারণ ফিল্ডিংয়ের সৌজন্যে ১৩৪ রানে বোল্ড আউট হয়ে খেলা থেকে ছিটকে গেল বাংলাদেশ। বাংলাদেশের সামনে ২৬৬ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু খেলার শুরু থেকেই সেভাবে সুবিধে করতে পারেনি বাংলাদেশ। তারপর নিয়মিত ইন্টারভেলে পড়তে থাকে বাংলাদেশের উইকেট।
তবে খেলার মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পেসার নাগারকোটি। তিনি আজকের খেলায় ১৮ রানে তিন উইকেট তুলে নেন। তাঁর পেসের সামনে কার্যত বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। ঘণ্টায় ১৪০ কিমি বেগে আসা নাগারকোটির বোলিংয়ের সামনে কিছুক্ষণের মধ্যেই দুর্মুষ হয়ে যায় বাংলাদেশ। তবে নাগারকোটির শুধু বোলিং নয়, ফিল্ডিংও আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
এদিকে বাংলাদেশের মিডলঅর্ডার ভেঙে পড়ে স্পিনার অনুকুল রায় এবং অভিষেক শর্মার স্পিনের সামনে। অনুকুল ১৪ রানে এক উইকেট, অভিষেক ১১ রানে ২ উইকেট তুলে নেন।
তবে ভারতের এই জয় শুধু বোলিং নয়, ব্যাটিং দাপটের জন্যেও এসেছে। শুভাম গিলের ৯৪ বলে ৮৬ রান ভারতকে একটা শক্ত জায়গায় পৌঁছে দেয়। মনোজ কালরা তাড়াতাড়ি ক্রিজে ফিরে গেলেও, পৃথ্বী সাউ ও শুভামের কাঁধে ভর দিয়ে বাংলাদেশের সামনে বিরাট রানের পাহাড় তৈরি করে দেয় ভারত।
বাংলাদেশকে ১৩১ রানে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2018 11:57 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -