ব্যাঙ্কক: দেশের মাটিতে নয়। বিদেশের মাটিতে ভারতের জয়ধ্বনি। এমনটা তো হামেশাই শোনা যায় এখন। কিন্তু এবার ক্রিকেট, ফুটবল নয়, ব্যাডমিন্টনে ম্যাচ জিতে কোর্টেই ভারতমাতাকে স্মরণ করার ভিডিও ভাইরাল হল। ব্যাঙ্ককে চলছে উবের কাপ ও টমাস কাপ। আর সেই উবের কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোনোর পরই ভারতের মহিলা ব্য়াডমিন্টন দল জাতীয় পতাকা নিয়ে গোল হয়ে দাঁড়ালেন। আর তারপর কোর্টের মধ্যেই বার কয়েক চিৎকার করে উঠলেন ভারত মাতা কি জয়...ভারত মাতা কি জয়...বলে। সেই ভিডিও পোস্ট করেছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। 


 






উবের কাপের কোয়ার্টারে ভারত


গ্রুপ ডি-র ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA) ৪-১ ফলে উড়িয়ে দিয়ে উবের কাপের (UBER Cup 2022) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত (India)। এর আগে কানাডাকেও (Canada) ৪-১ ফলে উড়িয়ে দেন পিভি সিন্ধুরা (PV Sindhu)। পরপর দু’টি টাই জিতে নিয়ে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকা নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। কাল গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার (Korea) মুখোমুখি হচ্ছে ভারত।


টমাস কাপ ২০২২


মহিলাদের পাশাপাশি ভারতের পুরুষ শাটলাররাও দুর্দান্ত ফর্মে। টমাস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। গতকাল গ্রুপ সি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৫-০ উড়িয়ে দিয়েছে ভারত।


গতকাল প্রথম সিঙ্গলসে পিছিয়ে পড়েও, দুর্দান্ত লড়াই করে ব্রায়ান ইয়াংকে হারিয়ে দেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার কিদম্বী শ্রীকান্ত। তাঁর পক্ষে খেলার ফল ২০-২২, ২১-১১, ২১-১৫। এরপর ডাবলসে জেসন অ্যান্টনি হো-শিউ ও কেভিন লি-কে হারিয়ে দেন চিরাগ শেট্টি-সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি। ভারতীয় জুটির পক্ষে খেলার ফল ২১-১২, ২১-১১। দ্বিতীয় সিঙ্গলসে বি আর স্যানকির্থকে ২১-১৫, ২১-১২ ফলে হারিয়ে দেন এইচ এস প্রণয়। দ্বিতীয় ডাবলসে অ্যাডাম ডং-ইয়াকুরা নিলকে ২১-১৫, ২১-১১ ফলে হারিয়ে দেন কৃষ্ণ প্রসাদ-বিষ্ণুবর্ধন গৌড় পাঞ্জালা। তৃতীয় সিঙ্গলসে ভিক্টর লাইকে ২১-১৩, ২০-২২, ২১-১৪ ফলে হারিয়ে দেন প্রিয়াংশু রাজাওয়াত।