মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) রাউন্ড অফ ১৬-র প্রথম লেগে লিভারপুলের (Liverpool) ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ৫-২ স্কোরলাইনে বড় জয় পেয়েছিল। প্রথম লেগের পরে লিভারপুলের টাইয়ে ফিরে আসার সম্ভাবনা এমনিতেই খুবই কম ছিল। শেষমেশ দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবেউতেও হেরেই চ্যাম্পিয়ন্স অভিযান শেষ করলেন মহম্মদ সালারা।
বিরাট জয়
ম্যাচের আগেই য়ুরগেন ক্লপ কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন লিভারপুলের ম্যাচে ফেরার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। যদিও অ্যালিসন বেকারের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের ঘণ্টাখানেক পর্যন্ত লিভারপুল লড়াইয়ে টিকে ছিল। কিন্তু শেষমেশ ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমার (Karim Benzema) ৭৮ মিনিটের গোলে ১-০ জয় পায় কার্লো আনসেলত্তির দল। দুই লেগ মিলিয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গতবারের ফাইনালিস্ট লিভারপুলকে ৬-২ পরাজিত করল।
দুরন্ত অ্যালিসন
ম্যাচের সাত মিনিটের মাথায় লিভারপুলের ডারউইন নুনিয়েজ থিবো কুর্তোয়াকে একটি ভাল সেভ করতে বাধ্য করেন। রিয়াল মাদ্রিদের তরুণ ফরাসি মিডফিল্ডার এডুয়ার্ড কামাভিঙ্গাও গোলের বড় সুযোগ পান। তবে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন এদিন দুরন্ত ছন্দে ছিলেন। অ্যালিসন বেকারের প্রচেষ্টায় কামাভিঙ্গার শট পুরোপুরি রোখা না গেলেও তা ক্রসবারে লেগেই ফিরে আসে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভিনিসিয়াস জুনিয়ারেরও একটি শট বাঁচান লিভারপুল গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে ফেড্রিকো ভালভার্দে একেবারে গোলের সামনে পৌঁছে গেলেও অ্যালিসন নামক দেওয়ালের সামনে তাঁকে থামতেই হয়।
সময় যত এগোয়, ততই টাইয়ের ফলাফল আরও সুস্পষ্ট হয়ে ওঠে। রেডসদের টাইয়ে ফেরার আশা কার্যত শেষ হয়ে গেলেও, অনন্ত ম্যাচ জয়ের আশায় ছিলেন ক্লপ। কিন্তু ভিনিসিয়াসের পাস থেকে বেঞ্জেমার গোল সেই আশাতেও জল ঢেলে দেয়। নিজেদের ৩০০তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিতেই শেষ আটে পৌঁছে যায় টুর্নামেন্টের সফলতম দল লস ব্লাঙ্কোস।
এএফসি কাপে খেলবে সবুজ-মেরুন?
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিভিন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় ক্লাবগুলির বাছাই পর্বের খেলা শুরু হয়ে যাবে ৪ এপ্রিল থেকে। চলবে ৩ মে পর্যন্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এই সূচীর ঘোষণা করেছে। এই মরসুমে ভারতীয় ক্লাবগুলির জন্য তিনটি স্লট বরাদ্দ করেছে এএফসি। প্রথমটি মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে, দ্বিতীয়টি এএফসি কাপ গ্রুপ পর্বে ও তৃতীয়টি এএফসি কাপের বাছাই পর্বে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করার জন্য হিরো আইএসএল ২০২১-২২-এর লিগশিল্ড জয়ী জামশেদপুর এফসি ও চলতি মরশুমের লিগশিল্ড জয়ী মুম্বই সিটি এফসি পরষ্পরের মুখোমুখি হবে আগামী ৪ এপ্রিল। হিরো সুপার কাপ চলাকালীনই এই ম্যাচটি হবে বলে জানিয়েছে ফেডারেশন। এই ম্যাচের জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪-এর বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।
এএফসি কাপ গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য আসন্ন হিরো সুপার কাপের চ্যাম্পিয়ন ও হিরো আই লিগ জয়ী গোকুলম কেরালা এফসি একে অপরের মুখোমুখি হবে ২৯ এপ্রিল। তবে হিরো সুপার কাপের চ্যাম্পিয়নরা যদি তার মধ্যে এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে থাকে, তা হলে গোকুলম কেরালা এফসি সরাসরি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। আর যদি গোকুলম হিরো সুপার কাপে চ্যাম্পিয়ন হয়, তা হলে তারাই এএফসি কাপ ২০২৩-২৪-এর গ্রুপ পর্বে খেলার সবুজ সঙ্কেত পাবে।
আরও পড়ুন: অস্কারজয়ী 'নাটু নাটু'র সুরে মাঠেই নাচ হরভজন-রায়নার, দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা