প্যারিস: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্ব শেষ হয়ে গিয়েছে। এবার প্রি-কোয়ার্টার ফাইনালের সূচিও নির্ধারিত হয়ে গেল। গত বারের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল (Liverpool) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এবার প্রি-কোয়ার্টার ফাইনালেই দুই ইউরোপিয়ান শক্তিধর ক্লাব একে অপরের মুখোমুখি হবে। সোমবারই নির্ধারিত হয় গেল চ্যাম্পিয়ন্স লিগের সূচি। 


ফের মুখোমুখি রিয়াল-লিভারপুল


গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হিসাবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পোর্তো, চেলসি, ম্য়াঞ্চেস্টার সিটি, নাপোলি, টটেনহ্যাম হটস্পার ও বেনফিকা প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে। অপরদিকে, লিভারপুল, প্যারিস সাঁ-জাঁ, এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, ক্লাব ব্রুজ, আইনথ্রাখ্ট ফাঙ্কফুর্ট, ইন্টার মিলান ও আরবি লাইপজিং গ্রুপ রানার্স আপ হিসাবে শেষ ১৬-তে পৌঁছয়। বিশেষজ্ঞদের মতে সোমবারের নির্ধারিত সূচি অনুযায়ী সবচেয়ে উল্লেখযোগ্য দুই টাইয়ে লিভারপুল-রিয়াল মাদ্রিদের ম্যাচের পাশাপাশি রয়েছে প্যারিস সাঁ-জাঁ-বায়ার্ন মিউনিখ ম্য়াচও। 


প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ ছয় ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে হারেনি। রেডসরা সেই হতাশা কাটিয়ে এবার লস ব্লাঙ্কোসকে হারাতে পারে কি না, সেইদিকে নজর থাকবে। নজর থাকবে মেসি ও ম্যানুয়েল ন্যুয়ারের দ্বৈরথের দিকেও। আপাতত কয়েকদিন পরে এ মাসেই বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। তাই এই বছর আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজিত হবে না। পরের বছর ফেব্রুয়ারির ১৪, ১৫ ও ২১, ২২ তারিখ প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি আয়োজিত হবে।


 






বার্সা-ম্যান ইউনাইটেড দ্বৈরথ


চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে বার্সোলোনা (Barcelona)। জাভির দল এবার ইউরোপা লিগ (Europa League) ফুটবল খেলবে। সেখানেও শুরুতেই বেশ কঠিন প্রতিপক্ষ পড়ল বার্সার। ইউরোপা লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার জন্য বার্সাকে চ্যালেঞ্জ জানাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। দুই তারকাখচিত দল এবার ইউরোপা লিগে মুখোমুখি হবে। এছাড়া ইউরোপা লিগে আয়াক্সের মুখোমুখি হবে ইউনিয়ন বার্লিন, জুভেন্তাসের প্রতিপক্ষ এফসি নন্টস। ১৬ ও ২৩ ফেব্রুয়ারি ইউরোপা লিগের এই ম্যাচগুলি আয়োজিত হবে।


আরও পড়ুন: ফিরলেন দানি আলভেস, সুযোগ পেলেন না ফিরমিনো, বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের