নয়াদিল্লি: সাফ কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হল। দল ঘোষণা করলেন দলের কোচ ইগর স্তিমাচ। দল থেকে বাদ পড়লেন অভিজ্ঞ প্রণয় হালদার। আগামী মঙ্গবারই মলদ্বীপে উড়ে যাবে ভারতীয় ফুটবল দল। তার আগেই দল ঘোষণা হয়ে গেল। সোমবারই ব্যাঙ্গালোরে ক্যাম্পে যোগ দেবেন কোচ সহ সব প্লেয়াররা। দল নির্বাচন ইস্য়ুতে কোচ ইগর স্তিমাচ বলেন, ''চার পাঁচটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এরপর এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ রয়েছে। তবে তার আগে খেলার কোনও সুযোগ থাকছে না। তাই এই ম্যাচগুলোতে আমাদের ভাল খেলে ভুলগুলো শুধরে নিতে হবে।’’


দল ঘোষণার দিনই সাফ কাপ থেকে কার্যত ছিটকে গেলেন অমরিন্দর সিংহ। করোনায় আক্রান্ত এটিকে-মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর। সাফ কাপের দলে থাকলেও, তাঁকে ছাড়াই সোমবার মলদ্বীপের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। সাফ কাপে মোহনবাগান থেকে ডাক পেয়েছেন দুই বঙ্গ সন্তান। ডিফেন্সে রয়েছেন প্রীতম কোটাল ও শুভাশিস বোস। ভারতীয় শিবিরে ফের ডাক পেয়েছেন উদান্ত সিংহও। আগামী ৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে সাফ কাপের অভিযান শুরু করবেন সুনীলরা। সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ছাড়া অংশ নিচ্ছে মলদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল। 


সাফ কাপের ভারতীয় স্কোয়াড ---


গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, অমরেন্দ্র সিংহ, বিশাল কাইথ


ডিফেন্স: প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্দেজ, চিংলেনসানা সিংহ, রাহুল ভেকে, শুভাশিস বসু, মন্দার রাও দেশাই