ইস্তানবুল: গতকাল রাতেই ইস্তানবুলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উয়েফা (UEFA Awards) গত মরসুমের সেরা খেলোয়াড় এবং কোচ বাছাইয়ের পর্ব সেরে ফেলল। গত মরসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা জেতানোর পাশাপাশি একমাত্র কোচ হিসাবে নিজের কেরিয়ারের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ খেতাবটি জেতেন কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। সেরা কোচ হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে ছিলেন। জল্পনা মতোই তাঁর হাতেই উঠল পুরুষদের বিভাগে সেরা কোচের পুরস্কার।
উয়েফার মঞ্চে রিয়ালের দাপট
আনসেলোত্তি কোচ হিসাবে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের সঙ্গে দুইটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এরপর ২০১৪ সালে তিনি লস ব্লাঙ্কোসকে তাদের দশম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এনে দেন। গত মরসুমে রিয়ালের ১৪তম ও কোচ হিসাবে নিজের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জেতেন কিংবদন্তি ইতালিয়ান। কোচ হিসাবে ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টে এমন সাফল্য আর কারুর নেই। তাই স্বাভাবিকভাবেই তাঁকে সেরা কোচ নির্বাচিত করা হয়। পুরস্কার জিতে নিজের সাফল্যের বিষয় বলতে গিয়ে আনসেলোত্তি জানান, 'খেলার প্রতি ভালবাসা এবং আমার দলের খেলোয়াড়দের প্রতিভাই আমার সাফল্যের কারণ। গত মরসুমে দলের হয়ে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটা দারুণ হয়েছিল এবং আমরা দারুণ সমর্থনও পাই। তার জেরেই এই সাফল্য এসেছে।'
মতোই রিয়ালের দুরন্ত সাফল্যের সুবাদে সেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে সেরা বাজি ছিলেন ফ্রান্স তথা রিয়াল স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। চ্যাম্পিয়ন্স লিগে গত মরসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বেঞ্জেমা। ১৫টি গোল করেছিলেন তিনি। সেই সুবাদেই সেরা পুরুষ খেলোয়াড় মনোনীত হলেন তিনি। বেঞ্জেমার এই সাফল্যে উচ্ছ্বসিত দলের কোচ। আনসেলোত্তি বেঞ্জেমাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে জানান, 'করিম শুধু গোলটাই চেনে না, ও দারুণ একজন ফুটবলারও বটে, যার মানসিকতাও দুর্ধর্ষ। ও দিন দিন খেলার সম্পর্কে আরও জ্ঞান অর্জন করছে, খেলাটা বুঝছে এবং একজন দারুণ নেতাও বটে। করিম আমাদের দলে থাকায় আমরা ভাগ্যবান।'
মহিলাদের বিভাগে সেরা কারা?
মহিলাদের বিভাগে নিজের দাপট অব্যাহত রাখলেন অ্যালেক্সিয়া পুটেল্লাস। গত মরসুমেও তিনি উয়েফার বিচারে সেরা মহিলা ফুটবলার হওয়ার পাশাপাশি ব্যালন ডি'অরও জিতেছিলেন। এবছরও উয়েফার সেরা খেলোয়াড় হলেন তিনিই। গত মরসুমে তিনি বার্সেলোনার হয়ে ৩৪টি গোল করেন, যার দৌলতে বার্সা সমস্ত ঘরোয়া ট্রফি জয়ের পাশাপাশি চ্য়াম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছেছিল। মহিলা ইংল্যান্ড দলকে সদ্য ইউরো কাপ জেতানো সারিনা উইগম্যান সেরা মহিলা কোচ নির্বাচিত হয়েছেন।