মিউনিখ: জোড়া গোল হ্যারি কেনের। আর তার সুবাদেই লাজিওকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের (Uefa Champions League 2024) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। অন্য়দিকে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল পিএসজি। এখানও দলের হয়ে জোড়া গােল করলেন কিলিয়ান এমবাপে। প্রথম লেগে ১-০ গোলে হারতে হয়েছিল জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে। এই ম্য়াচে তাই জয় তো অবশ্যই এমনকী একের বেশি গোলের ব্যবধানে জিততেই হত। মঙ্গলবার রাতে তিন গোল করল বায়ার্ন। হ্যারি কেনের জোড়া ফলা ছাড়াও থমাস মুলার করলেন আরও একটি গোল। প্রথম লেগে পিছিয়ে থাকা পরিস্থিতিতে শেষ সাত বারের কোনওবারই বায়ার্ন কোয়ার্টারে জায়গা করে নিতে পারেনি। তবে এবার আর তেমনটা হল না। খেলার শুরু থেকেই বায়ার্নের ফুটবলাররা চাপ তৈরি করেছিল লাজিওর ওপর। খেলার ৩৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন হ্যারি কেন। মুলারের হেড থেকে বল পেয়ে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। হাল্কা মাথা ছুঁইয়ে সুন্দরভাবে বল জালে পাঠিয়ে দেন তিনি। 


দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে। হেডে গোল করেন মুলার। বয়স বাড়লেও এখনও কিন্তু ঝাঁঝ কমেনি বিশ্বকাপজীয় জার্মার তারকার। দ্বিতীয়ার্ধে আর ম্য়াচে ফিরতে পারেনি লাজিও। একের পর এক চাপ বাড়াতে থাকে বায়ার্ন। খেলার ৬৬ মিনিটের মাথায় সানের শট লাজিওর গোলরক্ষক আটকে দিয়েছিলেন। কিন্তু ফিরতি বলে গোল করেন কেন। 


অন্য় ম্য়াচে পিএসজি রিয়াল সোসিয়েদাদকে প্রথম লেগের ম্য়াচে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল। ফলে এদিনের ম্য়াচের পর দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে ফরাসি ক্লাবটি কোয়ার্টারে পৌঁছে গেল। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় এমবাপে প্রথম গোলটি করেন। প্রথমার্ধে আর কোনও দল কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও ফের নিজেদের ব্যবধানে বাড়িয়ে নেয় পিএসজি। ৫৬ মিনিটের মাথায় ফের গোল করেন এমবাপে।ম্যাচের একদম শেষ মুহূর্তে ৮৯ মিনিটে সোসিয়েদাদের হয়ে একমাত্র গোল করেন মাইকেল মেরিনো। যদিও ম্য়াচে দলের হার তিনি বাঁচাতে পারেননি। 


উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে এখনও বেশ কয়েকটি ম্য়াচ বাকি রয়েছে। রিয়াল মাদ্রিদ নামবে লেইপজিগের বিরুদ্ধে। বার্সা বনাম নাপোলি দ্বৈরথ রয়েছে। পোর্তোর বিরুদ্ধে খেলতে আর্সেনাল। বরুশিয়া নামবে পিএসভির বিরুদ্ধে। ইন্টার ও অ্যাথলেটিকাে মাদ্রিদের লড়াই রয়েছে।