প্যারিস: রেকর্ড গড়লেন অলিভিয়ের জিহু (Olivier Giroud)। ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসাবে আন্তর্জাতিক মঞ্চে গোল করলেন। ৩৫ বছর ৩৫৭ দিন বয়সে ফ্রান্সের হয়ে গোল পেলেন জিহু। নেশনস লিগে (UEFA Nations League) বৃহস্পতিবার কিলিয়ান এমবাপে এবং জিহুর দাপটে ফ্রান্স ২-০ গোলে হারাল অস্ট্রিয়াকে। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।


এই ম্যাচ হারলেই অবনমন নিশ্চিত ছিল ফ্রান্সের। জেতায় আপাতত সুবিধাজনক জায়গায় রইলেন এমবাপেরা। পয়েন্ট টেবিলে অস্ট্রিয়ার ওপরে রয়েছে ফ্রান্স।


নেশনস লিগে বেলজিয়াম ২-১ গোলে হারিয়েছে ওয়েলসকে। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন দ্য ব্রুইন। প্রধমার্ধের শেষ দিকে মিচি বাতশুয়াই ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কিয়েফের মুর ব্যবধান কমালেও তাতে লাভ হয়নি।


কমলা ঝড় তুলে নেদারল্যান্ডস ২-০ হারিয়েছে পোল্যান্ডকে। কিক অফের ১৩ মিনিটের মাথায় কোডি হাকপো নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে তাদের দ্বিতীয় গোলটি করেন স্টিভন বার্গউইন।


ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেছেন বোর্না সোসা এবং লোভো মায়ের। ডেনমার্কের গোলদাতা ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই এরিকসেন, যিনি ইউরো কাপে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন।


উয়েফা নেশনস লিগে শুক্রবার রাতেও ধুন্ধুমার লড়াই। ইউরোপ সেরা ইতালি খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে জার্মানির প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা হাঙ্গেরি। ইংল্যান্ডের উয়েফা নেশনস কাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবলের তৃতীয় স্থানে থাকলেও ইতালির আশা এখনও বেঁচে রয়েছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে চিরো ইমমোবিলেদের। সেই সঙ্গে অবশ্য তাকিয়ে থাকতে হবে জার্মানি বনাম হাঙ্গেরি ম্যাচের ফলের দিকেও।


চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ থ্রি-তে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে হাঙ্গেরি। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে জার্মানি। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ইতালি ও ইংল্যান্ড। সব দলেরই বাকি রয়েছে দু’টি করে ম্যাচ। 


ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগ ‘বি’-তে এক নম্বর গ্রুপের শীর্ষ স্থানে উঠে এল স্কটল্যান্ড। নেপথ্যে লিন্ডন ডাইকসের জোড়া গোল। বুধবার রাতে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। ৭০ মিনিটে স্কটল্যান্ডকে এগিয়ে দেন জন ম্যাকিন। ৮০ মিনিটে নিজের প্রথম গোল করেন লিন্ডন। সাত মিনিট পরে ৩-০ করেন তিনি। এই জয়ের ফলে চার ম্যাচ নয় পয়েন্ট নিয়ে টেবলের এক নম্বরে রয়েছে স্কটল্যান্ড। সমসংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউক্রেন।


আরও পড়ুন: কাতারেই শেষ নয়, নিজের অবসরের বিষয়ে কী জানালেন রোনাল্ডো?