উইন্ডহোক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গেল জ়িম্বাবোয়ে (Zimbabwe Cricket Team)। নামিবিয়ার (Namibia) পর দ্বিতীয় দেশ হিসাবে আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল উগান্ডা। আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে রাওয়ান্ডাকে হারিয়ে দিয়ে মোক্ষলাভ উগান্ডার। তারা শেষ ম্যাচে জিতে যাওয়ায় জ়িম্বাবোয়ে বনাম নাইজিরিয়া ম্যাচের আর কোনও গুরুত্বই রইল না।  


টস জিতে বৃহস্পতিবার রাওয়ান্ডাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল উগান্ডা। ১৮.৫ ওভারে মাত্র ৬৫ রানে অল আউট হয়ে যায় রাওয়ান্ডা। মাত্র ৮.১ ওভারে সেই লক্ষ্যপূরণ করে ফেলে উগান্ডা। এই প্রথম কোনও সিনিয়র বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল উগান্ডা। যা তাদের দেশের ক্রিকেটে ইতিহাস তৈরি করল।


বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে জ়িম্বাবোয়ের হতশ্রী দৌড় অব্যহত রইল। ২০১৯ ও ২০২৩ - পরপর দুটি ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল তারা। ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব আয়োজিত হয়েছিল জ়িম্বাবোয়ের ঘরের মাটিতে। সেখানেও সেরা দুই দলের মধ্যে থেকে শেষ করতে পারেনি জ়িম্বাবোয়ে। পাশাপাশি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও যোগ্যতা পায়নি জ়িম্বাবোয়ে। সেই সময় জ়িম্বাবোয়ে ক্রিকেট সংস্থাকে নির্বাসিত করেছিল আইসিসি। সে দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য খেলেছিল জ়িম্বাবোয়ে। তবে দ্বিতীয় রাউন্ডে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে বিদায় নিয়েছিল জ়িম্বাবোয়ে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে না খেলতে পারায় ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হবে না জ়িম্বাবোয়ের। 


 






 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই