নয়াদিল্লি: একের পর এক ট্রেন দুর্ঘটনা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ভারতীয় রেলকে। ছুটি না দিয়ে, লোকো পাইলটদের অতিরিক্ত সময় কাজ করানোর অভিযোগও সামনে এসেছে। সেই আবহেই এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গেল, গত পাঁচ বছরে ভারতীয় রেলের তিনটি জোনে, ৯৯৫ জন লোকো পাইলট Breathalyser Test অর্থাৎ মদ্যপান পরীক্ষায় উতরোতে ব্যর্থ হয়েছেন, যাঁদের মধ্যে এক তৃতীয়াংশ ডিউটি সেরে বেরনোর সময় পরীক্ষায় ব্যর্থ হন। (Indian Railways)
তথ্য জানার অধিকার আইনে লোকো পাইলটদের মদ্যপান পরীক্ষা নিয়ে প্রশ্ন পাঠিয়েছিলেন মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌর। ওয়েস্টার্ন, নর্দার্ন এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের তরফে ওই হিসেব হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। জবলপুর রেলওয়ে ডিভিশন জানিয়েছে, এই ধরনের হিসেব নিকেশ রাখে না তারা। ভোপাল ডিভিশন এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। (Loco Pilot Alcohol Test)
RTI জবাব হাতে পেয়ে সংবাদমাধ্যমে গৌর বলেন, “অত্যন্ত উদ্বেগের বিষয় যে ডিউটি সেরে বেরনোর সময় অ্যালকোহল পরীক্ষায় এত সংখ্যক লোকো পাইলট উতরোতে পারেননি। মদ্যপান পরীক্ষা আরও বাড়ানো উচিত রেলের। নির্দিষ্ট কোনও সময়ে নয়, যখন তখন লোকো পাইলটদের মদ্যপান পরীক্ষা হওয়া উচিত।”
এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, সেই অনুযায়ী, নর্দার্ন রেলওয়ের দিল্লি ডিভিশনে ৪৭১ জন লোকো পাইলট মদ্যপান পরীক্ষায় ব্যর্থ হন, যা এখনও পর্যন্ত সর্বাধিক। এর মধ্যে ১৮১ জন লোকো পাইলট প্যাসেঞ্জার ট্রেন চালান। ২৯০ জন চালান মালগাড়ি। মোরাদাবাদ ডিভিশনে এমন ১৩৮ জন লোকো পাইলটের পরিসংখ্যান সামনে এসেছে। ‘ড্রাই স্টেট’ গুজরাত, যেখানে মদ পুরোপুরি নিষিদ্ধ, সেখানে ১০৪ জন লোকো পাইলট পরীক্ষায় উতরোতে পারেননি, যাঁদের মধ্যে ৪১ জন প্যাসেঞ্জার ট্রেন চালান। মুম্বইয়ে এমন ১১ জন লোকো পাইলট পরীক্ষায় ব্যর্থ হন।
ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, ২৩৭ জন লোকো পাইলট, যাঁর মধ্যে ৮২ জন প্যাসেঞ্জার ট্রেন চালান, তাঁরা মদ্যপান পরীক্ষায় উতরোতে পারেননি। এর মধ্যে রত্লামেই ১৫৮টি এমন ঘটনা সামনে এসেছে, যার মধ্যে ৩২ জন প্যাসেঞ্জার ট্রেনের চালক। কোটা ডিভিশনের ৪০ জন চালক পরীক্ষায় ব্যর্থ হন।
ট্রেন চালানোর আগে না পরে, কখন ওই লোকো পাইলটদের মদ্যপান পরীক্ষা হয়, তা নির্দিষ্ট করে যদিও জানায়নি ওয়েস্টার্ন রেলওয়ে। কিন্তু তারা জানিয়েছে, আমদাবাদে ৪৪, বদোদরায় ৩৭, রাজকোটে ১৫ এবং ভাবনগরে ৮ জন পাইলট পরীক্ষায় ব্যর্থ হন।
এর আগে, ২০১২ সালে রেল মন্ত্রক জানায়, চালকের শরীরে অ্যালকোহলের মাত্রা যদি ১-২০mg বা ১০০ মিলি হয়, সেক্ষেত্রে তাঁকে ট্রেন চালাতে দেওয়া যাবে না। সার্ভিস রেকর্ডেও তার উল্লেখ থাকতে হবে। শরীরে অ্যালকোহলের মাত্রা ২০mg বা ১০০ মিলি –র বেশি হলে, চাকরি থেকে বহিষ্কার করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। রেল সূত্রে খবর, মদ্যপান পরীক্ষায় উতরোতে না পারা লোকো পাইলটদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে।