মেলবোর্ন: পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে রুদ্ধশ্বাস লড়াই। বিরাট কোহলির নায়কোচিত অর্ধশতরান। ৪ উইকেটে পাক বধ ভারতের। মেলবোর্নের মহারণে বাজিমাত টিম রোহিতের। কিন্তু সব কিছুর মধ্যেও একটাই বিতর্ক বারবার তাড়া করে বেড়াচ্ছে। তা হল ম্যাচের শেষ ওভারে নওয়াজের নো বল। অনেকেই বলছেন সেটি নো ছিল না। পাক ক্রিকেট সমর্থক থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই তালিকায় শোয়েব আখতারও। 


কী বলছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস?


ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে স্ট্রাইকে ছিলেন বিরাট কোহলি। বোলার ছিলেন মহম্মদ নওয়াজ। সেই বলে বিরাট একটি ফুলটস ডেলিভারিটি বাউন্ডারি লাইনের বাইরে পাঠান। কিন্তু পাক ক্রিকেটারদের মনে হচ্ছিল যে সেই বলটি ক্রিজ থেকে অনেকটা এগিয়ে এসে শট খেলেছিলেন কোহলি। তাহলে নো বল কেন দেওয়া হল। তাঁদের মনে হচ্ছিল যে বলটি কোমরের উচ্চতায় না থেকে আরও নিচে নামত। যদিও আম্পায়ারের কাছে তারা রিভিউয়ের আবেদন জানালেও তা নাকচ হয়ে যায়। এরপরই শোয়েব আখতার সেই ক্লিপিংয়ের স্ক্রিনশট পোস্ট করে ট্যুইট করেন, ''আম্পায়ার ভাইয়োঁ, ফুড ফর থট আজ রাত কে লিয়ে।'' এই ট্যুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''আম্পায়ার ভাইয়েরা, আজ রাতে এই ব্যাপারটা নিয়ে একটু অন্তত ভাববেন।''


১২তম ওভারে ২০ রান


১১ ওভার শেষে ভারতের স্কোর ছিল মাত্র ৫৪ রান, রান রেট পাঁচেরও কম। তবে ১২ তম ওভারের প্রথম বলেই মহম্মদ নওয়াজের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্য একটি বড় ছক্কা হাঁকান। এটিই ছিল ভারতীয় ইনিংসের প্রথম ছয়। ওই একই ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলেও যথাক্রমে কোহলি ও পাণ্ড্য ছয় মারেন। ওভারে ওঠে ২০ রান। এরপরেই দুই ভারতীয় ব্যাটার রানের গতি বাড়ান। পরের তিন ওভারে ওঠে ২৬ রান। যে কোনও ম্যাচেই ছন্দ খুবই গুরুত্বপূর্ণ। নওয়াজের ওভারের পরেই ভারতীয় ব্যাটাররা সেই ছন্দ খুঁজে পান।


তাই অনেকেই মনে করছেন নওয়াজের এই ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষমেশ নওয়াজের বলেই অবশ্য ৪০ রানে সাজঘরে ফেরেন হার্দিক। তবে পাকিস্তানি স্পিনার ম্যাচের শেষ ওভারে ১৬ রান বাঁচাতে ব্যর্থ হন। চার উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। বিরাট কোহিল ৮২ রানে অপরাজিত থাকেন। প্রসঙ্গত, ভারতের বোলিং ইনিংসেও নওয়াজের মতোই বাঁ-হাতি স্পিনার অক্ষর পটেলের বিরুদ্ধে তিনটি ছয় মেরেছিলেন ইফতিকার আমেদ। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাফ জানিয়ে বিরাট-হার্দিকের পার্টনারশিপই ম্যাচে পার্থক্য দেন।