অ্যান্টিগা: যুব বিশ্বকাপের সেমিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে হারিয়ে শেষ চারে পৌঁছেছিল যশ ধূলের দল। আগামীকাল সামনে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক যশ সহ আরো ৩ ক্রিকেটার। কিন্তু তাঁরা প্রত্যেকেই ধীরে ধীরে সেরে উঠেছেন। ফলে অজিদের বিরুদ্ধে নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত। আগের বার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেই টাইগারদের হারিয়ে প্রতিশােধ নেওয়া হয়েছে। এবার লক্ষ্য অজি বধ। 


বাংলার পেসারের আগুনে স্পেলেই কোয়ার্টার ফাইনালে বিপর্যয় নেমেছিল বাংলাদেশ শিবিরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে আগুনে বোলিং করলেন বাংলার রবি কুমার। যাঁর প্রথম স্পেলের পরিসংখ্যান ৫-১-৫-৩। রবির প্রথম স্পেল বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। পরপর ফিরে যান মেহফিজুল ইসলাম (২), ইফতেকার হোসেন (১) ও প্রান্তিক নাবিল (৭)। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৫ উইকেট হারিয়ে।


কাল ভারত বনাম অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ কোথায় খেলা হবে?


কাল ২ ফেব্রুয়ারি, যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি খেলা হবে অ্যান্টিগায়


কখন থেকে শুরু খেলা?


ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৩০ থেকে শুরু হওয়ার কথা সেমিফাইনাল ম্যাচ। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।


কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?


টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।