হায়দরাবাদ: দেশের মাটিতে টেস্ট ম্যাচে যে এসজি বল ব্যবহার করা হচ্ছে, তার মান নিয়ে একেবারেই খুশি নন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি চাইছেন, সব জায়গায় টেস্ট ম্যাচ ডিউক বলে খেলা হোক।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বলের বিষয়ে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, টেস্ট ম্যাচের জন্য সবচেয়ে উপযুক্ত ডিউক বল। আমি চাইব সারা বিশ্বেই ডিউক বলে টেস্ট ম্যাচ খেলা হোক। কারণ, এই বলের সিম শক্ত ও লম্বা। খেলার যে কোনও সময় পেসারদের পাশাপাশি স্পিনাররাও এই বল থেকে সাহায্য পায়।’

বিরাটের আগে ভারতীয় দলের প্রথমসারির অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও এসজি বল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি আবার কোকাবুরা বল পছন্দ বলে জানান। এ বিষয়ে তাঁকে সমর্থন করেছেন বিরাট।

টেস্ট ম্যাচে কোন বল ব্যবহার করা হবে, সে বিষয়ে আইসিসি-র কোনও নির্দেশিকা নেই। বিভিন্ন দেশে ভিন্ন ধরনের বল ব্যবহার করা হয়। ন’য়ের দশকের গোড়া থেকে ভারতে টেস্ট ম্যাচে এসজি বল ব্যবহার করা হচ্ছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে টেস্ট ম্যাচ হয়। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা কোকাবুরা বলে টেস্ট ম্যাচ খেলে। বিরাট ও অশ্বিনের আপত্তির জেরে এবার হয়তো বিসিসিআই-ও এসজি-র বদলে অন্য কোনও বল ব্যবহার করতে পারে।