UPW-W vs GG-W LIVE: জলে গেল গার্থের ৫ উইকেট, দুরন্ত অর্ধশতরানে ইউপিকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন গ্রেস

UPW-W vs GG-W WPL 2023 LIVE Score: বেথ মুনির অনুপস্থিতিতে স্নেহ রানা গুজরাত জায়ান্টসের হয়ে অধিনায়কত্ব করবেন। 

ABP Ananda Last Updated: 05 Mar 2023 11:00 PM
UPW-W vs GG-W Score Updates: দুরন্ত জয়

গ্রেস হ্যারিস ও সোফি একেলস্টানের ৭০ রানের পার্টনারশিপে তিন উইকেটে রোমহর্ষক ম্যাচ জিতল ইউপি। গ্রেস ৫৯ ও সোফি ২২ রানে অপরাজিত থাকেন।

UPW-W vs GG-W LIVE Updates: গার্থের দাপট

দিনের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তারা নরিস। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সেই ধারা অব্যাহত। এবার পাঁচ উইকেট নিলেন কিম গার্থ। সেট কিরণ (৫৪) ও সিমরণ শেখকে (০) পরপর দুই বলে আউট করে সাজঘরে ফেরালেন গার্থ। ১৩ ওভার শেষে ৮৮ রানে ছয় উইকেট হারিয়ে বিরাট চাপে ইউপি। 

UPW-W vs GG-W Score Updates: কিরণের অর্ধশতরান

চাপের মুখে কিরণের দুরন্ত অর্ধশতরান। ৪০ বলে অর্ধশতরান পূরণ করলেন তিনি। তবে ওভারের শেষ বলে ১১ রানে আউট হলেন দীপ্তি। ১২ ওভার শেষে ইউপির স্কোর ৮৬/৪। ৮ ওভারে ইউপির জয়ের জন্য ৮৪ রানের প্রয়োজন।

UPW-W vs GG-W LIVE Updates: কোণঠাসা ইউপি

শুরুতেই কোণঠাসা ইউপি ওয়ারিয়ার্স। নিজের এক ওভারেই গুজরাতের হাতে ম্যাচে রাশ এনে দিলেন কিম গার্থ। তিন তিনচটি উইকেট নিলেন তিনি। অ্যালিসা হিলি (৭), শ্বেতা শেরাওয়াত (৫) ও থালিয়া ম্যাকগ্রাকে (০) সাজঘরে ফেরত পাঠালেন কিম গার্থ। ৩ ওভার শেষে ইউপির স্কোর ২০/৩। 

UPW-W vs GG-W Score Updates: দেওলের ঝড়

১৭ ওভারে ব্যাট হাতে ঝড় তুললেন হরলীন দেওল। দেবীকা বৈদ্যর ওভারের প্রথম চার বলে চারটি চার মারেন হরলীন। দ্রুত ব্য়ক্তিগত অর্ধশতরানের দিকে অগ্রসর হচ্ছেন তিনি। ১৭ ওভার শেষে গুজরাতের স্কোর ১৪১/৫।

UPW-W vs GG-W LIVE Updates: ১৪ ওভারে ১০০

১৪ ওভার শেষে ১০০ রানের গণ্ডি পার করল গুজরাত জায়ান্টস। হরলীন দেওল ২৩ ও অ্যাশলে গার্ডনার ১৮ রানে ব্যাট করছেন। ১৪ ওভার শেষে গুজরাতের স্কোর ১০৩/৪।

UPW-W vs GG-W Score Updates: ৫০ পার

তিন উইকেট হারিয়ে অষ্টম ওভারে ৫০ রানের গণ্ডি পার করল গুজরাত জায়ান্টস। হরলীন দেওল ৩ ও সুষমা ভার্মা এক রানে ব্যাট করছেন। মেঘানা ২৪, সোফিয়া ডাঙ্কলি ১৩ ও অ্যানাবেল সাদারল্যান্ড ৮ রানে আউট হয়েছেন। সোফি একেলস্টান দুইটি ও দীপ্তি শর্মা একটি উইকেট নিয়েছেন।

UPW-W vs GG-W LIVE Updates: গুজরাতের ব্যাটিং

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাত জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। আহত বেথ মুনির অনুপস্থিতিতে ভারতীয় তারকাই গুজরাতকে নেতৃত্ব দেবেন। 

প্রেক্ষাপট

মুম্বই: গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডব্লিউপিএলের প্রথম ম্যাচে পর্যদুস্ত হতে হয়েছিল গুজরাত জায়ান্টসকে। ১৪৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় গুজরাত। উপরন্তু, চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গুজরাত অধিনায়ক বেথ মুনি। সেই ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি, তার মধ্যেই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছেন গুজরাতের তারকারা। চোট পাওয়ায় বেথ মুনি এই ম্যাচে খেলতে পারবেন না। তাঁর বদলে দলের সহ-অধিনায়ক স্নেহ রানা এদিন গুজরাতের হয়ে অধিনায়কত্ব করবেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.