UPW-W vs GG-W LIVE: জলে গেল গার্থের ৫ উইকেট, দুরন্ত অর্ধশতরানে ইউপিকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন গ্রেস

UPW-W vs GG-W WPL 2023 LIVE Score: বেথ মুনির অনুপস্থিতিতে স্নেহ রানা গুজরাত জায়ান্টসের হয়ে অধিনায়কত্ব করবেন। 

ABP Ananda Last Updated: 05 Mar 2023 11:00 PM

প্রেক্ষাপট

মুম্বই: গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডব্লিউপিএলের প্রথম ম্যাচে পর্যদুস্ত হতে হয়েছিল গুজরাত জায়ান্টসকে। ১৪৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় গুজরাত। উপরন্তু, চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গুজরাত অধিনায়ক বেথ...More

UPW-W vs GG-W Score Updates: দুরন্ত জয়

গ্রেস হ্যারিস ও সোফি একেলস্টানের ৭০ রানের পার্টনারশিপে তিন উইকেটে রোমহর্ষক ম্যাচ জিতল ইউপি। গ্রেস ৫৯ ও সোফি ২২ রানে অপরাজিত থাকেন।