লর্ডস: ঘরের মাঠে প্রথম ২ টেস্টেই ভারতের বিরুদ্ধে নাস্তানাবুদ হতে হয়েছিল। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে লর্ডসে হারতে হয়েছে বিরাট বাহিনীর বিরুদ্ধে। এবার আরও চাপ বাড়ল ইংল্যান্ডের। কাঁধে চোট পেয়ে তৃতীয় টেস্টের আগে রুট শিবিরের চাপ বাড়ালেন মার্ক উড। ইংল্যান্ডের এই পেস বোলার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন।
এরমধ্যেই চলতি সিরিজে অনেক ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। এবার তৃতীয় টেস্টে উডকে পাওয়া যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড বলেন, 'ওষুধ চলছে উডের। এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমরা আরও কিছুদিন দেখতে চাইছি। ওঁর সঙ্গে কথা বলেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ওঁ যদি সুস্থ বোধ না করে, তবে ওকে চাপ দেওয়া হবে না।'
এর আগে লর্ডসে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগের দিন বড় ধাক্কা ইংরেজ শিবিরে। চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড।
ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্রডের ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে। বুধবার তাঁর এমআরআই হয়। সেই রিপোর্টে নিশ্চিত করে জানানো হয় যে, পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে ব্রডের। ৩৫ বছর বয়সী ডানহাতি পেসার ব্রডের এই সিরিজেই কেরিয়ারের দেড়শো টেস্ট খেলার কথা ছিল। সেটাও আর সম্ভব হচ্ছে না। পাশাপাশি অ্যান্ডারসনের ফিটনেস নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য লর্ডসে খেলেছিলেন অ্যান্ডারসন। তবে ইংল্য়ান্ড বোলিংকে একদমই ভয়ঙ্কর মনে হয়নি।
ব্রড ছাড়াও জেফ্রা আর্চার, ক্রিস ওকস চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এছাড়াও বেন স্টোকসও ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন সাময়িক। এই পরিস্থিতিতে উডও যদি তৃতীয় টেস্টে না থাকেন ইংল্যান্ড শিবিরে, তবে কিন্তু চাপ বাড়বে রুটদের।