নয়াদিল্লি: ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে (FIFA U 20 WC) ইউরোপিয়ান দলগুলির শাসন অবশেষে সমাপ্ত হল। বিগত চারবারই ইউরোপের কোনও না কোনও দেশ এই টুর্নামেন্ট জিতেছিল। আরও একবার ইউরোপেরই আরেকটি দেশ ইতালির (Italy U 20) সামনে সেই রেকর্ড অব্যাহত রাখার সুযোগ ছিল। তবে তাঁরা পারলেন না। উরুগুয়ের (Uruguay U 20) বিরুদ্ধে ১-০ ব্যবধানে পরাজিত হল ইতালি। সেলেস্তের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লুসিয়ানো রডরিগেজ। 


দিয়েগো মারাদোনা স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ইতালি ও উরুগুয়ে একে অপরের মুখোমুখি হয়। স্টেডিয়ামের সিংহভাগ সমর্থকই এদিন উরুগুয়ের হয়ে গলা ফাটাচ্ছিলেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই ম্যাচের দেখার জন্য সশরীরে স্টেশনে হাজির ছিলেন। গোটা ম্যাচ জুড়েই ইতালিরা বিরুদ্ধে লাতিন আমেরিকার উরুগুয়ে দাপট দেখিয়েছে। কিন্তু কোনওভাবেই গোল আসছিল না। অবশেষে ৮৬ মিনিটে সাফল্য পায় উরুগুয়ে। লুসিয়ানো রডরিগেজই ম্যাচের একমাত্র গোলটি করেন।


গোটা টুর্নামেন্ট জুড়েই উরুগুয়ের রক্ষণ দারুণ পারফর্ম করেছে। টুর্নামেন্টে মাত্র তিনটি গোল হজম করতে হয়েছে উরুগুয়ান রক্ষণকে। তিনটি গোলই গ্রুপ পর্বে ইংল্যান্ড করেছিল। তবে এই ফাইনালে ম্যাচে উরুগুয়ান রক্ষণকে ইতালি তেমন চাপেই ফেলতে পারেনি। তবে উরুগুয়ে কিন্তু বারংবার ইতালির রক্ষণকে চাপে ফেলেছে। গোল করার একাধিকবার সুযোগও পায় তাঁরা। রডরিগেজ একটি দারুণ ফ্রি-কিক থেকে অল্পের জন্য গোল করতে ব্য়র্থ হন। উরুগুয়ের অধিনায়ক ফ্যাব্রিসিও ডিয়াজ দু'টি দূরপাল্লার শট নেন। অ্যান্ডারসন ডুরাটের একটি শট অনবদ্যভাবে বাঁচিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক সেবাস্টিয়ানো ডেসপ্লাঞ্চেজ। তিনি অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। শেষমেশ খেতাব লাতিন আমেরিকার লুইস সুয়ারেজদের দেশই জিতে নেয়। 


 






 


অপরদিকে, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এক ঐতিহাসিক টুর্নামেন্ট শেষ করল ইজরায়েল। দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে তাঁরা বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল। সেমিফাইনাল অ্যান্ডারসন ডুরাটের গোলে ১-০ হেরে খেতাব জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তবে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পোডিয়াম ফিনিশের দৌলতে ইজরায়েলের শেষটা খুব একটা মন্দ হল না।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?