লন্ডন: ইংল্যান্ডে শুরু হতে চলা আসন্ন ক্রিকেট বিশ্বকাপে মোট ১০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা) পুরস্কারমূল্য ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। খেলার সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, এই বিশ্বকাপে বিজয়ী দল ৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ কোটি টাকা পুরস্কার মূল্য পাবে। দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল প্রত্যেকে পাবে ৮ লক্ষ মার্কিন ডলার বা ৫.৬ কোটি টাকা করে। এছাড়া লিগ পর্যায়ের ম্যাচে জয়ী দল প্রত্যেকে ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৮ লক্ষ টাকা পাবে। এবারের বিশ্বকাপে ১০টি দল অংশগ্রহণ করছে। লিগ-ফর্ম্যাটে খেলা হবে প্রথম পর্যায়ে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। প্রতিযোগিতা শুরু ৩০ মে। ফাইনাল ১১ জুলাই ঐতিহাসিক লর্ডসে।