নয়াদিল্লি: জাতীয় কুস্তির আখড়ায় যেন কিছুটা স্বস্তি ফিরল। ভারতীয় কুস্তি সংস্থার নির্বাসন অবশেষে প্রত্যাহার করল আন্তর্জাতিক কুস্তি নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling)।


গত বছর ২৩ আগস্ট কুস্তিগীরদের বিক্ষোভ চলাকালীনই জাতীয় কুস্তি সংস্থার সদস্যপদ খারিজ করে দেয় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। সঠিক সময়ে নির্বাচন সম্পন্ন করা যায়নি। ফেডারেশনে অচলাবস্থা চলছে, এই অভিযোগে সেসময় ভারতীয় কুস্তি সংস্থার (World Wrestling Fedaration) সদস্যপদ খারিজ করা হয়। ফলে এশিয়ান গেমস খেলতেও সমস্যায় পড়তে হয় ভারতীয় কুস্তিগিরদের। শেষ পর্যন্ত তাঁরা খেলেন ভারতীয় অলিম্পিক সংস্থার ব্যানারে।


সর্বভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল আদালতের হস্তক্ষেপে। তার আগে সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগীরেরা সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে একাধিক অভিযোগে পথে নেমেছিলেন। মহিলা কুস্তিগিরদের শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। সেই আন্দোলনে উদ্বেলিত হয়েছিল রাজধানী।


সদ্য নির্বাচন হয়েছে ফেডারেশনের। নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিকে আবার বাতিল বলে ঘোষণা করেছে ক্রীড়ামন্ত্রক। যদিও নির্বাচিত ওই কমিটির দাবি, তাঁদের বাতিল ঘোষণা করাটা অবৈধ। সব মিলিয়ে এখনও অচলাবস্থা কাটেনি কুস্তি ফেডারেশনে। তবে, এসবের মধ্যেও নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা। তবে ভারতীয় সংস্থার উপর বেশ কিছু শর্ত চাপিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।                  


আন্তর্জাতিক কুস্তি নিয়ামক (UWW) সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী ১ জুলাইয়ের আগে নতুন করে অ্যাথলিটস কমিশনে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে সমস্ত অ্যাথলিটকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। কারও প্রতি কোনওরকম বঞ্চনা করা চলবে না। তাছাড়া ওই নির্বাচনে যেন সক্রিয় অ্যাথলিট বা চার বছরের মধ্যে অবসর নিয়েছেন এই ধরনের অ্যাথলিটরাই অংশ নিতে পারবেন। দ্রুত এ বিষয়ে সঠিক তথ্য দিতে হবে কমিশনকে।                                           


আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।