মুম্বই: অবশেষে প্রকাশ্যে এল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যাসন্তানের ছবি। আর মেয়ের ছবি শেয়ার করে অনুষ্কা জানালেন সদ্যোজাতর নামও রেখে ফেলেছেন তাঁরা। কী সেই নাম? ভামিকা। কেন বিরাট ও অনুষ্কা এমন নাম রাখলেন মেয়ের? কী রয়েছে এর নেপথ্যে?
অনেকে বলছেন, বিরাট ও অনুষ্কা, দুজনের নামের সঙ্গে সাদৃশ্য রেখে ভামিকা নামকরণ হয়েছে। বিরাটের নামের প্রথম অক্ষর ও অনুষ্কার নামের ইংরেজি বানানের শেষ দুই অক্ষর মিলিয়ে নামকরণ হয়েছে 'ভামিকা'।
তবে অনেকে বলছেন, এর নেপথ্যে রয়েছে পুরাণকাহিনী। ভামিকা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ দেবী দুর্গা। কেউ কেউ বলছেন, হিন্দু পুরাণে অর্ধনারীশ্বরের মহিলা অংশের নাম ভামিকা। হিন্দু পুরাণ মতে, অর্ধনারীশ্বর শিব ও দুর্গার মিলিত রূপ। ডানদিকের অংশ শিব আর বাম দিকের অংশ দেবী দুর্গা। অর্ধনারীশ্বর একত্রে সম্প্রীতির প্রতীক বলে মনে করা হয়।
সোমবার সকালে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুষ্কা। তাতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে হাসছেন অনুষ্কা। আর পাশে দাঁড়িয়ে একদৃষ্টে মেয়ের দিকেই চেয়ে বিরাট কোহলি। ঘরের চারপাশও মেয়ের জন্য সাজানো হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে চারদিকে বেলুনের ছড়াছড়ি। ছবিটি পোস্ট করে অনুষ্কা লেখেন, 'ভালবাসা আর কৃতজ্ঞতার মধ্যে দিয়ে এতদিন ধরে বেঁচেছি আমরা। তবে এই পুঁচকি, ভামিকা আমাদের সম্পূর্ণ অন্য একটা অধ্যায় উপহার দিয়েছে। কান্না, হাসি, চিন্তা, আশীর্বাদ, মাঝে মধ্যে তো এক মিনিটের মধ্যে এতগুলো আবেগ উপলব্ধি করছি। ভাল করে ঘুম হচ্ছে না, তবে আমাদের হৃদয় পরিপূর্ণ। আমাদের প্রার্থনা, ভালবাসা আর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।'
অনুষ্কা মেয়ের নাম ও ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বিকেলের মধ্যে প্রায় ৫০ লক্ষ লাইক পড়েছে শুধু ইনস্টাগ্রামে। শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে অনুষ্কার ওয়াল। তারই মধ্যে ভাইরাল হয়েছে অনুষ্কার ছবিতে করা বিরাটের কমেন্ট। বিরাট লিখেছেন, 'এই একটি ফ্রেমে আমার গোটা জগৎ ধরা রয়েছে।'
Vamika Meaning: জানেন বিরাট-অনুষ্কার মেয়ের নামের অর্থ কী? কেনই বা এই নামকরণ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2021 09:03 PM (IST)
মেয়ের ছবি শেয়ার করে অনুষ্কা জানালেন সদ্যোজাতর নামও রেখে ফেলেছেন তাঁরা। কী সেই নাম? ভামিকা। কেন বিরাট ও অনুষ্কা এমন নাম রাখলেন মেয়ের? কী রয়েছে এর নেপথ্যে?
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -